সমস্ত পিঠের মধ্যে সব থেকে সহজ যেমন ভাপা পিঠা বানানো তেমনি সব থেকে সুস্বাদু এই পিঠে সে কথা এককথায় বলা যায়। আপনি অসাধারণ সুন্দরভাবে সম্পূর্ণ রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই পিঠে খেতে ভীষণ ভালো লাগে। আমি তো যখন তখন ভাপা পিঠের স্বাদ গ্রহণ করি। এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।