লুকা মাদ্রিচের মত প্লেয়ার সত্যিই প্রতি প্রজন্মে পাওয়া যায় না ভাই। রিয়াল মাদ্রিদ দারুন সুন্দর একটি জয় হাসিল করল। আর আপনি দারুণ সুন্দর করে সেই সমস্ত ধারা বিবরণী আমাদের সামনে পেশ করলেন। রিয়াল মাদ্রিদ বরাবরের একটি শক্ত দল। তার গরিমা প্রতি দশকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে চারদিকে।