রিয়াল মাদ্রিদের বড় জয়!!

in আমার বাংলা ব্লগyesterday


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ৭ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000571351.jpg

Bein sports থেকে স্কিনশর্ট নেওয়া।


কোপা দে রে এর রাউন্ড অফ-৩২ এর ম‍্যাচে গতকাল রাতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল আরেক স্প‍্যানিস ক্লাব দেপোর্তিভা মিনেইরা। প্রতিপক্ষ দল রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক পিছিয়ে ছিল শক্তির বিচারে। তবে এই ম‍্যাচে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলওি তার দলের মূল খেলোয়ার কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামদের একাদশের বাইরে রাখে। এবং এন্ড্রিক, আর্দা গুলারদের সুযোগ দেয়। বাংলাদেশ সময় রাত ১২ টাই ম‍্যাচ টা শুরু হয়। ম‍্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সামনে প্রতিপক্ষ সেরকম কোন প্রতিরোধ গড়তে পারছিল না। প্রতিপক্ষ যেন নিজেদের কাছে বলই রাখতে পারছিল না। অন‍্যদিকে ম‍্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ।


1000571352.jpg

1000571361.jpg

1000571355.jpg

1000571358.jpg

1000571361.jpg


ম‍্যাচের ৫ মিনিটে ব্রাহিম দিয়াজের অ‍্যাসিস্টে গোল করে ফেদে ভালভার্দে। ম‍্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আবার একের পর এক আক্রমণ চলতে থাকে। এর কিছুক্ষণ পর ম‍‍্যাচের ১৪ মিনিটে ফেরান গার্সিয়া এর অ‍্যাসিস্টে হেডে দারুণ একটা গোল করে কামাভিঙ্গা। কামাভিঙ্গার গোলে ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই গোলের পরেও একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রতিপক্ষ মিনেইরো গোলরক্ষক মার্তিনেজ অসাধারণ কিছু সেভ দেয়। ম‍্যাচের ২৮ মিনিটে একক প্রচেষ্টায় রিয়ালের হয়ে ম‍্যাচের তৃতীয় গোল করে আর্দা গুলার। এই গোলে পুরোপুরি ০-৩ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রতিপক্ষ সেরকম কোন প্রতিরোধ গড়তে পারেনি বললেই চলে। প্রথমার্ধের খেলা শেষ হয়।


1000571365.jpg

1000571367.jpg

1000571366.jpg

1000571368.jpg

1000571374.jpg


ম‍্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। প্রথমার্ধের তুলনায় কিছুটা ভালো খেলছিল মিনেইরা খেলোয়ার রা। তবে সেরকম কোন আক্রমণ করতে পারছিল না। অন‍্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের আক্রমণ অব‍্যাহত রেখেছিল। ম‍্যাচের ৫৫ মিনিটে গোলকিপার কে বোকা বানিয়ে বেশ দারুণ একটা গোল করে লুকা মদ্রিচ। লুকা মদ্রিচের এই গোলে পুরোপুরি ০-৪ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের ৬০ মিনিটে কার্লো আনচেলওি মাঠে নামায় ভিনিসিয়াস এবং এমবাপ্পে কে। যদিও তারা দুজন মাঠে নামার পরে সেরকম কোন পরিবর্তন আসেনি। যথারীতি খেলা চলতে থাকে। একের পর এক রিয়াল মাদ্রিদের আক্রমণ এবং প্রতিপক্ষ গোলরক্ষক মার্তিনেজ এর দারুণ সব সেভ। সবমিলিয়ে সে ম‍্যাচে পুরো ১৫ টা সেভ দেয়। যা এককথায় অসাধারণ।


1000571381.jpg

1000571378.jpg

1000571375.jpg

1000571377.jpg


অন‍্যদিকে বলতে হয় এন্ড্রিকের কথা। সে মোটামুটি ভালো খেলেছিল। বেশ কিছু পাস করেছে অনেক গুলো সুযোগ তৈরি করেছে। এবং নিজেও বেশ দারুণ কিছু শর্ট নিলেও গোল করতে পারেনি। তবে সে অনেক চেষ্টা করেছিল একটা গোল করার জন্য। ম‍্যাচের ৮৮ মিনিটে গার্সিয়া এর মাইনাস করা বলে একেবারে সহজ একটা ফিনিস দিয়ে ম‍্যাচে নিজের দ্বিতীয় গোল করে আর্দা গুলার। ম‍্যাচে তখন রিয়াল মাদ্রিদ পুরোপুরি ০-৫ গোলে এগিয়ে। ম‍্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি। ভিনিসিয়াস এমবাপ্পে কেউই কোন গোল করতে পারেনি পরবর্তীত খেলোয়ার হিসেবে নেমে। বড় ব‍্যবধানের একটা জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 yesterday 

Daily task

1000571389.jpg

1000571387.jpg

1000571338.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 hours ago 

হাফ টাইম এর আগেই রিয়াল মাদ্রিদ বিপক্ষ টিমকে তিন গোল দিয়ে ফেলেছিলো। রিয়াল মাদ্রিদ টিমের খেলা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে রিয়াল মাদ্রিদ খেলাটি আমাদের মাঝে রিভিউ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর খেলার রিভিউ আমাদের শেয়ার করার জন্য।

 21 hours ago 

লুকা মাদ্রিচের মত প্লেয়ার সত্যিই প্রতি প্রজন্মে পাওয়া যায় না ভাই। রিয়াল মাদ্রিদ দারুন সুন্দর একটি জয় হাসিল করল। আর আপনি দারুণ সুন্দর করে সেই সমস্ত ধারা বিবরণী আমাদের সামনে পেশ করলেন। রিয়াল মাদ্রিদ বরাবরের একটি শক্ত দল। তার গরিমা প্রতি দশকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে চারদিকে।

 20 hours ago 

রিয়াল মাদ্রিদ গতকাল নতুনত্ব দেখিয়েছে। বিশেষ করে একজন ব্যতীত সকল তরুণ প্লেয়ার দিয়ে খেলানো হয়েছিল। খেলা শুরুতে দুইটি গোলের মাধ্যমে এগিয়ে যায়। যদিও দুর্বল প্রতিপক্ষ ছিল এরকম জয় দলের জন্য অনেক বড় একটা আত্মবিশ্বাস। সামনের দিনগুলোতেও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.25
JST 0.040
BTC 95919.73
ETH 3362.31
USDT 1.00
SBD 4.51