You are viewing a single comment's thread from:
RE: এইচ এম পি ভি- HMPV- হিউম্যান মেটা নিউরো ভাইরাস।। ভয় পাবো নাকি পাবো না?
সুন্দর একটি সচেতনতামূলক পোষ্টের মাধ্যমে অনেক কিছু তথ্য জানতে সাহায্য করলি। এই ভাইরাস বর্তমানে চীন দেশে ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। আর সেই দেখে আমরা প্রত্যেকেই ভীত হচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি আর সেই পরিস্থিতি না দেন সেখানে মানুষ না খেতে পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। সবকিছু গতিশীল হোক এবং মানুষের জীবনে আর কোন অতিমারি ফিরে না আসুক।
করোনার লকডাউনের মত পরিস্থিতি হার হবেনা বলেই আমার ধারণা। আর সামান্য সচেতনতা অবলম্বন করলে এই ভাইরাস থেকে আমরা অচিরেই দূরে থাকতে পারবো।
তাই যেন হয়। কারণ আর লকডাউন হওয়া মানে করে খাওয়া মানুষের প্রচুর পরিমাণ ক্ষতি হওয়া। আগেরবার বহু মানুষ কাজ হারিয়ে পথে বসে গেছিলেন। তাই সেই ধরনের পরিস্থিতি আর সৃষ্টি না হওয়াই ভালো। তার থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ভাইরাস যেন খুব ভয়াবহ রূপে অবতীর্ণ না হয়।