শীতকালে পা ঠান্ডা হয়ে গেলে খুব সহজে ঘুম আসতে চায়না। একথা আপনি একদম ঠিক বলেছেন। আর সেক্ষেত্রে আপনি খুব সুন্দর করে পা গরম করার প্রসেস গুলি বলে দিলেন। শীতকালে পাই মোজা করাটা খুব প্রয়োজন। যদিও অনেকে বলে মোজা করে শুনে শরীর গরম হয়। তাই কম্বলে ঢুকে গেলে মোজা খুলে ফেলা উচিত। আবার সকালে উঠে মোজা পরে নিলে পা গরম হয়ে যাবে।
জি ভাই, শীতকালে পা ঠান্ডা হয়ে গেলে খুব সহজে ঘুম আসতে চায় না। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।