মেধাবী ছেলে মেয়েগুলো সব দেশ থেকে বাইরে চলে যায়। এই সমস্যা ধীরে ধীরে আরো উত্তরোত্তর বাড়ছে। এর ফলে দেশে ভালো ছেলে মেয়েগুলো আর থাকছে না। আসলে যারা ভালো তারা ভালো চাকরি পেয়ে বাইরে চলে যায়। তবে ভ্রাম্যমান পিঠের দোকানটা বেশ ভালো লাগলো। সকলে মিলে বেশি ইনজয় করেছেন কিছুটা সময়।
পরিস্থিতি বড্ড ঘোলাটে দাদা, তবে মেধাবীরা সত্যিই দেশে থাকতে চায় না। যেখানে কদর নেই, সেখানে থেকে লাভ কি।