ফুলকপি দিয়ে মাংস কিন্তু আমি কোনদিন খাইনি। আপনার রেসিপিতে খাবার টা দেখে একবার করে খাওয়ার ইচ্ছে হলো। একদিন আপনার রেসিপি অনুযায়ী তৈরি করব। মাংস সাধারণত আলু দিয়ে খেতেই অভ্যস্ত আমরা। কিন্তু ফুলকপি দিয়ে দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে। নতুনত্ব একটা পদের রেসিপি আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন।।