আজ সকালেই যখন মাছ কিনছি একজন দরিদ্র মহিলা এসে দাঁড়ালেন পাশে। তার হাতে সাধ্যমত কিছু তুলে দিলাম। দরিদ্র মানুষ দেখলে ভীষণ খারাপ লাগে আমার। আসলে মানুষ আজ বড় স্বার্থপর হয়ে গেছে। আর ঈশ্বর সমাজে সাম্যবাদ দেয়নি। তাই কেউ অনেক খায় আর কেউ খেতে পায় না। তোমার লেখাটা পড়ে মনটা কষ্টে ভরে গেল। ঈশ্বর সকলকে সাম্যবাদ দিন এবং সম্পদের সম বন্টন করুন।
খুব সুন্দর মন্তব্য করেছেন দাদা।