এই অবিশ্বাস একটি সুন্দর সংসারকে নষ্ট করে দেয়। সন্দেহ যত দানা বাদে, সম্পর্কের গিঁট তত আলগা হয়। সম্পর্ক আসলে এক পরম বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। আর সেই বিশ্বাসের জায়গা না থাকলে সম্পর্কের কোন মূল্য নেই বলে আমি মনে করি। খুব সুন্দর ভাবে লেখাটি উপস্থাপনা করলে।
একদমই ঠিক বলেছেন দাদা সম্পর্ক এক পরম বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে।