টাইটেলটি ভীষণ ভালো লাগলো। দাদার বাবার মৃত্যু সত্যিই এই গ্রুপের জন্য ভীষণ মর্মাহত করবার মত একটি খবর। এই দুঃসময় পেরিয়ে দাদা নিশ্চয়ই আবার ফিরে আসবেন। কিন্তু এই শোক ভোলবার নয়। জীবনে বাবা-মায়ের জায়গা কোনদিন পূরণ হয় না। যেভাবে নিজের শোকসন্তপ্ত মুহূর্তের কথা আপনি পোষ্টের মাধ্যমে লিখলেন, তা এক বিষাদঘন পরিবেশ সৃষ্টি করল। এই ব্লগের সকলে ভালো থাকুক। আত্মীয়ের মত সকলে বেঁধে বেঁধে থাকুক।