RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ১: পর্ব ৫ )
কারাগার মুভিটার যত পর্ব অতিক্রম হচ্ছে ততই রহস্য বাড়ছে। এই পর্বে আবার নতুন করে মোস্তাকের ছেলের বিষয়টা যোগ হলো। যেটা আমরা আগের কোন পর্বে দেখতে পায়নি। এখানে সেলের ভিতরে লোকটি মাহিয়াকে কি বলেছিল,সেটাও একটা রহস্য রয়ে গেল। আবার তার কথা অনুযায়ী অনেক কয়েদি আছে যারা বিনা অপরাধে জেল খাটতেছে। লোকটি যে কথাই বলে সেটার মধ্যেই রহস্য থাকে। পুলিশ অফিসাররা তাকে নিয়ে এক মহা জামেলায় পড়েছে। এই পর্বের লাষ্টের দিকে একজন অফিসার মোস্তাককে বলেছিল যে, ওই সেলের ভিতরে এমনিতেই জীন ভূতের ছায়া আছে তাই তাকে মেরে দিলে এ নিয়ে কোনো কেস হবে না। এই বিষয়টা যদি সেই অদ্ভুত লোকটাকে বলা যায়। হয়তো নিজের মৃত্যুর ভয়ে হলেও কোন তথ্য বের হতে পারে। তবে সে তো আবার কানে শুনে না। বলবেই বা কিভাবে,হা হা হা। এখন মাহিয়া কেন তার সাথে একা কথা বলতে চাই... সেটার মধ্যেও রহস্য লুকিয়ে আছে। দেখা যাক পরের পর্বে কোন তথ্য পাওয়া যায় কি না। ধন্যবাদ।