আপনার তৈরি করা এই রস পাকন পিঠা দেখতে অনেক লোভনীয় লাগছে। শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা।আর নারিকেল দিয়ে তৈরি এমন মজার পিঠা হলে তো কোন কথাই নেই। মনে হচ্ছে আপনার প্লেট থেকে একটি পিঠা উঠিয়ে খেয়ে নিই।ধন্যবাদ এত সুন্দর একটি পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একটি কেন?? তুমি এখান থেকে প্লেট ধরেই পুরা পিঠা খেতে পারো 😂