আসলে টিম মেম্বার গঠন করাটা অনেক জ্ঞানের কাজ। এর পিছনে অনেক খতিয়ে দেখতে হয়। বাড়ির সবাই টিম মেম্বার ভালো থেকেও খারাপের পরিচয় দিয়ে ফেলে সরলতার সুযোগ নিয়ে। তবে আমি মনে করি টিম মেম্বার গঠন করার পর একদম হাল ছেড়ে দিলে হয় না সব সময় নজরদারি রাখতে হয়।