টিম মেম্বার ও স্বার্থপরতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

টিম একটা এমন ব্যাপার যেটা যদি ঠিক হয়, তাহলে পুরো কাজটা ঠিক হয়। আবার এটা যদি ভুল হয়, অর্থাৎ এভাবে টিম গঠন করাতে যদি কোনো ভুল হয়ে যায়। তাহলে কাজটাই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ বলা চলে যে, টিম মেম্বার কিংবা টিম গঠন করা একটি কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।

কিন্তু কোনো না কোনো কারণে আসলে আমরা এই যে এই টিম মেম্বার গঠন করার বিষয়টাতে অনেক বেশি হেলাফেলা করি এবং অনেকটাই বলা চলে যে অমনোযোগী হয়ে পরি ।তার একটি বিশেষ কারণ হলো, আসলে আমরা টিম মেম্বারদের উপরে অন্ধভাবে বিশ্বাস করে ফেলি শুরুতেই। অর্থাৎ টিম গঠন করার আগেই কিছু কিছু মানুষদের উপরে আমরা অন্ধভাবে বিশ্বাস করে ফেলি এবং তাদেরকেই কোনো বিচার বিবেচনা করা ছাড়াই টিমে নিয়ে ফেলি।

কিন্তু টিম মেম্বার কাজ কম করুক, বেশি করুক এসবের চেয়ে যেটা অনেক বেশি ভূমিকা রাখে সেটা হলো টিম মেম্বার স্বার্থপর নাকি উদার তা নিয়ে। কারণ বেশিরভাগ টিম মেম্বার হয় স্বার্থপর এবং তারা তাদের শুধুমাত্র নিজেদের কাজটিকে হাইলাইট করার জন্য তারা অন্যদের কাজকে ছোট করে দেখে এবং সবচেয়ে বড় কথা হলো, তারা স্বার্থপর ভাবে অন্যের কাজকেও নষ্ট করে দেয় নিজেদের স্বার্থে।

তাই সবকিছু মানা গেলেও যদি টিম মেম্বার স্বার্থপর হয় তাহলে অবশ্যই আর কাজে আগানো মানুষের উচিত নয়। কারণ স্বার্থপর টিম মেম্বার নিয়ে আর যাই হোক না কেনো, বহুদূর আগানো কখনোই সম্ভব নয়। এটাই হলো একটি টিম মেম্বার গঠন করার মূল মন্ত্র কিংবা একটি মূল ব্যাপার আমরা বলতে পারি। আমরা নিজেদের জায়গা থেকে অল্প বিস্তার সকলেই স্বার্থপর। অর্থাৎ আমি যদি এখানে নিজেকে একেবারে স্বার্থপর নয় বলি। তাহলে সেটা ভুল হবে। কিন্তু সবকিছু যেমন একটু লিমিট থাকা উচিত। ঠিক তেমনটাই এই যে এভাবেই একটি টিমে ঢুকার পরে নিজের স্বার্থটাকে একটু হলেও কমানো উচিত। কারণ একটা মানুষের স্বার্থপরতার কারণে অনেক মানুষের ক্ষতি হয়ে যায়। অর্থাৎ তার সবগুলো টিম মেম্বার এর ক্ষতি হয়ে যায়।

ABB.gif

Sort:  
 yesterday 

আসলে টিম মেম্বার গঠন করাটা অনেক জ্ঞানের কাজ। এর পিছনে অনেক খতিয়ে দেখতে হয়। বাড়ির সবাই টিম মেম্বার ভালো থেকেও খারাপের পরিচয় দিয়ে ফেলে সরলতার সুযোগ নিয়ে। তবে আমি মনে করি টিম মেম্বার গঠন করার পর একদম হাল ছেড়ে দিলে হয় না সব সময় নজরদারি রাখতে হয়।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94080.13
ETH 3267.99
SBD 6.38