স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
ধরে রাখুন মনের ভালোবাসা দিয়ে।
অবহেলা করবেন না তার ভুল ত্রুটি নিয়ে
অবহেলায় হারিয়ে কি হবে অশ্রু বিসর্জন দিয়ে।
কথা বলুন শান্ত সৃষ্টভাবে
যে কথার মাঝে অনুগত্য প্রকাশ আছে।
প্রিয়জন খুঁজে পাবে একারাস শান্তি
মন থেকে মুছে ফেলুন যত ভুল ভ্রান্তি।
খুঁজে না প্রিয়জনের ভুল ভ্রান্তি।
নরম হাতের একটু ছোঁয়াতে
খুঁজে নেই মনের প্রশান্তি।
একটু ভালোবাসা পেলে মোমের মত গলে যায়
অর্থ স্বার্থসম্পদ নয় শুধু মনের শান্তি চাই।
যদি ভালোলাগা ভালোবাসা খুঁজে পাই
একজনের মাঝেই নিজেকে হারায়।
তুলে দেয় নিজের পবিত্র মনটাকে
ভালোবাসার প্রিয় ব্যক্তির হাতে।
তোমার প্রিয়জনের ভালবাসার মন
কি হবে এখন কষ্ট নিয়ে মনে
ভুলকে করেছো যখন আলিঙ্গন।
দাঁত থাকতে যখন দাঁতের মর্ম বোঝনাই
অবুঝ মন কেন এখন দাঁতের মর্ম বুঝতে চাই।
সমাজেতো এমন ভুল পথে চলে ছিল অনেকজন
একটু বুঝে শুনে শিক্ষা নেওয়া যায়নি কি তখন।
এভাবেই ভুলের মাঝে ঝরে যায় অনেক জীবন
পর হয়ে যায় অনেক ভালোবেসে অতি আপনজন।
ভুলে কি গেছো আমায় তুমি মনের মানুষ পেয়ে?
আমিও বলি চন্দ্র মামা ভুল বুঝো নাকো
আজও তুমি আমার মনে জায়গা করে থাকো।
যার দেখে বড় হলাম তারে কি ভোলা যায়
দোহায় লাগে চন্দ্র মামা ভুল বুঝনা আমায়।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
X--promotion
আজকের কাজ সম্পন্ন
আপনি তো ভালো খারাপ মিলে উপদেশ মুলক দারুন কবিতা শেয়ার করেছেন আপু। প্রতি সপ্তাহে আপনি কবিতা শেয়ার করেন আমি পড়ার চেষ্টা করি। আজকের লেখা কবিতা গুলো খুবই ভালো লাগলো। আমি কবিতা লিখতে পারি না, তাই চেষ্টা করি সবার কবিতাগুলো পড়ার জন্য ধন্যবাদ।
এত সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি বেশ কয়েকটা সুন্দর কবিতা লিখেছেন। উপদেশমূলক কবিতা সত্যি প্রথম দেখলাম। তবে এমন কবিতার প্রয়োজন রয়েছে। আমি মনে করি যে বিষয়গুলো মানুষকে ভালো পথ দেখাবে সে বিষয়গুলোই শেয়ার করার প্রয়োজন। প্রথম দুইটা কবিতা উপদেশমূলক। এরপরে দেখলাম ভুলের কারণ। তারপরে চন্দ্র মামার অনুভূতিগুলা। আসলে ছোটবেলায় আমরা চাঁদ দেখে কিন্তু বড় হয়েছি। অনেক ভালো লাগলো সুন্দর ফিলিংস দেখে।
সুন্দর ভাবে মন্তব্য করেছেন
আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন আপু। আপনার অনু কবিতাগুলো খুব একটা ছোট নয়। পড়তে ভালোই লেগেছে। খুব সুন্দর ছন্দ এবং শব্দ সাজিয়ে কবিতা লিখেছেন। দ্বিতীয় অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু কবিতা গুলো শেয়ার করার জন্য।
সবি আপনাদের জন্য সম্ভব হয়েছে
আপনি দিন দিন কবিতা লেখায় অনেক পারদর্শী হয়ে উঠেছেন ভাবি। বেশ ভালো লাগে আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো। আজকে অনেকগুলো সুন্দর কবিতা লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে প্রথম দুইটা কবিতা। পরের কবিতাগুলো অসাধারণ ছিল।
প্রথম দুইটা ভালো লেগেছে যেন খুশি হয়েছি
বাহ আপু আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন ভিন্ন অনুভূতির অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। তবে ছোট ছোট মনের অনুভূতি গুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। এবং চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া
আপু আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হ
সব তো দেখি আপু বিরহের অনুকবিতা! এগুলো পড়তেও বেশ ভালো লাগলে। আসলেই আপু, প্রিয় মানুষ থাকলে তার মূল্য দেয়াটাই ভালো। নয়তো পরে অশ্রু বিসর্জন দিতে হয়।
শুধু বিরহ নয় উপদেশ।
আপনার অনু কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকেও আপনি একেবারে অসাধারণ কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালই লাগছে৷ এখানে আপনি যেভাবে এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন তা পড়ে যেরকম আপনার অনু কবিতা গুলো ছন্দ মিলিয়ে লিখেছেন তা বুঝতে পারলাম৷ তেমনি এখানে খুব সুন্দর ভাবে আপনি সবগুলো অনু কবিতা শেয়ার করেছেন৷