আপনি বেশ কয়েকটা সুন্দর কবিতা লিখেছেন। উপদেশমূলক কবিতা সত্যি প্রথম দেখলাম। তবে এমন কবিতার প্রয়োজন রয়েছে। আমি মনে করি যে বিষয়গুলো মানুষকে ভালো পথ দেখাবে সে বিষয়গুলোই শেয়ার করার প্রয়োজন। প্রথম দুইটা কবিতা উপদেশমূলক। এরপরে দেখলাম ভুলের কারণ। তারপরে চন্দ্র মামার অনুভূতিগুলা। আসলে ছোটবেলায় আমরা চাঁদ দেখে কিন্তু বড় হয়েছি। অনেক ভালো লাগলো সুন্দর ফিলিংস দেখে।
সুন্দর ভাবে মন্তব্য করেছেন