ভূত গুড়া নামটা তো বেশ মজার। আমি তো ভেবেছিলাম ভূতকে গুড়া করা হয় নাকি। যাই হোক আপনাদের ওই উৎসবটা সম্পর্কে বেশ কিছু জিনিস জানতে পারলাম। আগে এত কিছু জানা ছিল না। আলোকসজ্জার ফটোগ্রাফি গুলো ভালোই ছিল। ছোটবেলায় প্রদীপ নিয়ে এই খেলাটা তো বেশ মজার। রাতে চুরি করে দিনের বেলা গর্ব করতেন.... ভালোই তো 😄
ছোট ছিলাম অত তো বুঝতাম না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।