You are viewing a single comment's thread from:
RE: চিতই পিঠায় জীবনের দীর্ঘশ্বাসের গল্প || (১০% এবিবি চ্যারিটির এর জন্য বরাদ্দ)
ভাইয়া লেখাটি পড়ে খুবই খারাপ লাগছে। বাবা মা জীবন যুদ্ধ করে তাদের সন্তান দের মানুষ করেন। বাবা মা মিলে ৩ জন সন্তানের দায়িত্ব নিতে পারলে ৩ জন কেন এই ২ জনের দায়িত্ব নিতে পারে না। এসব অনেক জীবনের কাহিনীর আমাদের অনেক বৃদ্ধাশ্রম গুলোতে রয়েছে। এই প্রবীণ দের জীবন যুদ্ধ তে তার সন্তান রা অভাবের দোহায় দিয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম গুলোতে অনেক উচ্চবিত্ত পরিবারের সন্তানরাও তাদের মা বাবাকে এভাবে অবহেলা করে। এখনো এমন অনেক মানুষ রয়েছেন যারা আমাদের যুদ্ধে অংশ নিয়েও তাদের কোনো মূল্য পাচ্ছেন না। এই বিষয়টা অনেক খারাপ লাগছে। তবে একটি প্রমাণ পেলাম সেটা হলো হয়তো তাদের অর্থের অভাব কিন্তু তারা অন্যের সাহায্য এর উপর নির্ভর করতে চায় না। খুব সুন্দর করে তাদের গল্পটি উপস্হাপন করেছেন।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀
দয়াকরে পিতা মাতার প্রতি যত্নবান হবেন🙏