You are viewing a single comment's thread from:

RE: রহস্যগল্প 'মাশরুম" - পর্ব ০৩ [শেষ পর্ব]

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা এই গল্পটি পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম এবং বুঝতেও পারলাম। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি কল্পকাহিনীমূলক বৈজ্ঞানিক গল্পের জন্য। এই গল্পটি পড়ে আমি যেটি বুঝতে পারলাম সেটি হল ডাক্তার সোম একজন জীনতত্ত্ববিদ বৈজ্ঞানিক তিনি মাশরুমের জিনোম সিকোয়েন্স পরিবর্তনের মাধ্যমে ভয়ঙ্কর রক্তখেকো মাশরুম আবিষ্কার করেছিলেন।যেটিকে সরাসরি দেখা যায় না। এই ভয়ঙ্কর মাশরুম টির অদ্ভুত ব্যাপার ছিল সেটি হল একটি সুন্দর মিষ্টি গন্ধের মাধ্যমে তার শিকারকে আকৃষ্ট করে। এখানে ডাক্তার সোম এই মাশরুমটিকেই মাস্টারপিস হিসেবে অভিহিত করেছেন। মধ্যপ্রাচ্য সরকার মিস্টার বালপোরিয়াকে ডাক্তার সোমের মাশরুম গবেষণা কেন্দ্র পরিদর্শন জন্য পাঠিয়ে ছিলেন কিন্তু তিনি ডাক্তার সোমের এই অতি আশ্চর্য জনক আবিষ্কারের উপর অতি উৎসাহিত হয়ে ডাক্তার সোমের বার বার বারণ করা সত্ত্বেও এই মাশরুমটিকে স্পর্শ করেছিলেন। আর এতেই মিস্টার বালপোরিয়ার জীবনের অবসান ঘটল।
এর মাধ্যমে আমরা আরও যেটা বুঝতে পারলাম যে কোন জিনিসের জন্য উৎসাহ ভালো কিন্তু অতি উৎসাহ ভালো নয়।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 77295.17
ETH 1479.91
USDT 1.00
SBD 0.65