প্রথমে বাবুর জন্য অনেক দোয়া করি। বাবুর সুস্থ অবস্থায় যেন হাসিখুশি রাখতে পারে সবাইকে। অসুস্থতার মধ্যে আনন্দ আসে না ভাইয়া। তাই আনন্দটা একটু দেরিতে হলেও সেখানে ভালোলাগার পূর্ণতা মেলে। অনেক সুন্দর ভাবে বাবুর জন্মদিনটা উদযাপন করার চেষ্টা করেছেন। ভালো লাগলো সুন্দর কে কেটে আয়োজন করতে দেখে। অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে।
জী অসুস্থতার জন্য তেমন কোন অনুষ্ঠান করি নাই,জাষ্ট কেক কাটা আর খাওয়া। ধন্যবাদ।