ইউনিভার্সিটি লাইফটা আসলেই টাফ! শুরুর দিন এসে বলবে এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। শেষের দিনেও বলবে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কিন্তু মাঝখান দিয়ে উনি যে কি পড়ালে তা আল্লাহই ভালো জানেন! ফাইনালি আপনাদের কোর্সের ম্যামকে পরিবর্তন করতে পারলেন এজন্য ভালো হয়েছে।