আমাদের দিকেও একই অবস্থা। সারাদিন তো সূর্যের দেখাই পাচ্ছি না। তার উপরে ঠান্ডা লেগে গেল। এক নাক অফ হয় আবার আরেক নাক অন হয়। এ সময়ে সাবধানে থাকা জরুরি। মাঘ মাসে মনে হচ্ছে নতুন করে আবার শীত নামছে।
আমাদের দিকেও একই অবস্থা। সারাদিন তো সূর্যের দেখাই পাচ্ছি না। তার উপরে ঠান্ডা লেগে গেল। এক নাক অফ হয় আবার আরেক নাক অন হয়। এ সময়ে সাবধানে থাকা জরুরি। মাঘ মাসে মনে হচ্ছে নতুন করে আবার শীত নামছে।
আসলেই কয়েকদিন থেকে আবহাওয়ার অবস্থা বেশ খারাপ, যার কারণে ঠান্ডার পরিমাণটা বেড়েছে ।