‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১০ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -10 & Prize)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Hangout Report-10 copy.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”-শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এবং পুরো বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য ব্লকচেইন ঘিরে একটি ভিন্ন রকম প্রচেষ্টা। স্টিম ব্লকচেইন বাংলা ভাষার উপর ভিত্তি করে বাঙালিদের জন্য বাংলা ভাষায় ব্লগিং করার নির্দিষ্ট কমিউনিটি প্রতিষ্ঠা করার জন্যই ‘আমার বাংলা ব্লগ’ প্রতিষ্ঠা করা হয়। সুতরাং আমার বাংলা ব্লগ শুধুমাত্র বাংলা ভাষার ব্যবহার সুনিশ্চিত করার মাধ্যমে বাঙালিদের জন্য একটি চমৎকার সুযোগ তৈরীর চেষ্টা করেছে, যাতে সবাই নিজের অনুভূতি বাংলা ভাষায় প্রকাশের সুযোগ গ্রহন করতে পারে। ইতিমধ্যে আমার বাংলা ব্লগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কমিউনিটিতে ৫৮৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৬৫।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-১০

কমিউনিটির সকল সদস্যদের সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারনে বরাবরের মতো এবারের হ্যাংআউটটিও যথা সময়ে কমিউনিটির মডারেটর @shuvo35 ভাই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদার অনুমতি নিয়ে শুরু করেন। এটা সত্যি আমাদের জন্য বেশ আনন্দের, প্রতি সপ্তাহে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং নতুন সদস্যরা আগ্রহ নিয়ে উপস্থিত থাকছেন। কারন নতুনরা এখান হতে অনেক কিছু সহজেই শেখার সুযোগ নিতে পারেন।

শুরুতেই শুভ ভাই উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোকপাত করেন। কারণ বিষয়গুলো পুরনো হলেও সকলের অবগতি এবং মগজে কার্যকর রাখার জন্য এটা প্রয়োজনীয়। বিশেষ করে নতুনদের স্বাগতম জানান তিনি এবং পরিচিতিমূলক পোষ্ট দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেন। যেহেতু এটা ওপেন প্লাটফর্ম সেহেতু আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি কিন্তু কমিউনিটিতে অবশ্যই সবার কন্ট্রিবিউশন নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি সকল এ্যাকটিভ সদস্যদের তাদের টীম লিডারের সাথে এবং টীমের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উৎসাহিত করার চেষ্টা করেন।

এছাড়াও শুভ ভাই পোষ্ট ভালোভাবে না পড়ে মন্তব্য করার ব্যাপারে সতর্ক করেন। তিনি উল্লেখ্য করেন যে, সঠিক মন্তব্য পরস্পরের সাথে সুসম্পর্ক বজায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুতরাং সবার উচিত পোষ্ট পড়ে কাংখিত মন্তব্য শেয়ার করা। কমিউনিটির পেজে Pinned করা পোষ্টগুলো বেশী বেশী পড়ার উপরও গুরুত্বারোপ করেন, কারন কমিউনিটির নানা বিষয়ে আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য কিংবা টিউটোরিয়ালগুলো সব সময় Pinned করা থাকে।

Untitled 10.png

এরপর আমি মোঃ হাফিজ উল্ল্যাহ কিছু কথা বলার চেষ্টা করি, যদিও বিষয়গুলো এর আগেও আলোচনা করা হয়েছে, তথাপিও আমি সেগুলো সকলের সাথে পুনরায় শেয়ার করার চেষ্টা করেছি। কারন আমরা সকলের সাথে সসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চাই, এক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে কিন্তু সেগুলোকে সাভাবিক বা সহজ মানসিকতার সাথে গ্রহন করতে হবে এবং সেখান হতে শিক্ষা নিয়ে সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমাদের কমিউনিটি যেন আমাদেরই থাকে, অন্যদের প্রসঙ্গ এখানে যেন গুরুত্ব না পায়। যারা চেষ্টা করবে, ভালো কিছুর প্রচেষ্টা অব্যাহত রাখবে, আমার বাংলা ব্লগ সর্বদা তাদের পাশে থাকবে।

তারপর কমিউনিটির মডারেটর @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রসঙ্গ টেনে তিনিও একই কথা বলেন, আমাদের নিজেদের বিষয় এবং দুর্বলতাগুলোকে প্রাধান্য দেয়া উচিত অন্যদের কিংবা অন্য কমিউনিটিকে না। তিনি বলেন এনগেজমেন্ট যেন সঠিক নিয়মে হয় এটা যেন স্প্যামিং পর্যায়ে না পরে। তিনি বর্তমান সদস্যদের সংখ্যা নিয়ে কথা বলেন এবং ভবিষ্যতে এই সদস্য সংখ্যা আরো বেশী হবে ও ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পুরনো সদস্যদের হতে আমাদের প্রত্যাশাটা একটু বেশী থাকে। যদিও কিছু নতুন সদস্য খুব ভালো কাজ করছে কিন্তু অন্যদিকে পুরনো কিছু সদস্যদের কাজের গুনগতমান অনেক কমে গেছে। এটা যেন না হয় যে, আমরা পুরনো সদস্যদের বাদ দিয়ে নতুনদের বেশী প্রধান্য দিচ্ছি, সে বিষয়ে পুরনো সদস্যদের সজাগ থাকার এবং নিজেদের কাজের গুনগতমান ধরে রাখার আহবান জানান।

এরপর পুনরায় শুভ ভাই কথা বলেন, উপরের বিষয়গুলোর প্রতি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ভালোদের সাথে থাকবে কমিউনিটি। সেই ক্ষেত্রে যদি নতুনরা ভালো কিছু দেখাতে পারে অবশ্যই কমিউনিটি তাদের ভালো সাপোর্ট এর নিশ্চয়তা দেবে। কাজের মান ও দক্ষতাকে আমরা সব সময় প্রাধান্য দিবো। তারপর কমিউনিটির এ্যাডমিন+মেন্টর+কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাইকে কিছু বলার আহবান জানান শুভ ভাই। সুমন ভাই নিজের অসুস্থ্যতার কথা বলেন এবং যেহেতু তিনি এখন ভ্রমন করছেন, সেহেতু তিনি সবাইকে গান শুনানোর আগ্রহ প্রকাশ করেন। যা কিছুক্ষন পর শুরু করবেন।

Untitled 11.png

এরপর কমিউনিটির মডারেটর @winkles ভাই কথা বলেন, তিনি সবাইকে নিজের কাজের মানের প্রতি দৃষ্টি দেয়ার আহবান জানান এবং গুনগত মান ঠিক না করে শুধুমাত্র ভোট চাই ভোট চাই এই শব্দগুলো ব্যবহার হতে বিরত থাকার অনুরোধ করেন। বিশেষ করে বেনিফিশিয়ারি যোগ না করেও অনেকেই পোষ্টের টাইটেলে বেনিফিশিয়ারি শব্দটি যোগ করছেন, এটা না করার অনুরোধ করেন। তারপর তিনি এবারের স্ট্রিট ফুড কনটেষ্টে যারা অংশগ্রহন করেছেন এবং কাজের গুনগতমান ঠিক রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান। কমিউনিটির মডারেটর আরিফ ভাই এরপর আরো কিছু কথা বলেন, অনেক সদস্যদের আমরা তাদের কাজের দুর্বলতার বিষয়ে মন্তব্য করি, কিন্তু তারা সেই মন্তব্যগুলো পড়ে না এবং সেই একই ভুল বার বার করে। আরিফ ভাই সতর্ক করেন, যারা কথা শুনবে না এবং ভালো কিছু করার চেষ্টা করবে না, আমরা প্রয়োজনে তাদের রেখে নতুনদের নিয়ে এগিয়ে যাবো।

তারপর শুভ ভাই কথা বলেন এবং বিষয়টির সুন্দর ব্যাখ্যার মাধ্যমে সকলের বোধগম্য করার চেষ্টা করেন। তিনি বেনিফিশিয়ারির বিষয়টি যথাযথভাবে করার আহবান জানান। প্রয়োজনে ‘লাজুক খ্যাঁক’ নিয়ে আপডেটটি ভালো ভাবে পড়ার এবং বেনিফিশিয়ারি যোগ করার পদ্ধতিটি ভালোভাবে দেখার অনুরোধ করেন। তিনি আরো বলেন লাজুক খ্যাঁক হতে সবাই প্রতিদিন সাপোর্ট পাবেন এমন প্রত্যাশা করা ঠিক না, কারন আমরা সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করি এবং ভালো কাজের পাশাপাশি সকলের মাঝে একটি সমতা বজায় রাখার চেষ্টা করি। যারা অনিয়মিত তাদের নিয়মিত হওয়ার অনুরোধ করেন, কারন ভালো পোষ্ট দুদিন পরে হলেও আমরা কিউরেশন করি। এরপর শুভ ভাই শুরু করেন সেই কাংখিত প্রতিযোগিতার ফলাফল। একে একে তিনি বিজয়ীদের নাম ঘোষনা করেন এবং তাদের মনোভাব প্রকাশ করার সুযোগ দেন।

Untitled 13.png

তারপর শুভ ভাই হ্যাংআউট রিপোর্টে কাংখিত মন্তব্য করার মাধ্যমে বিজয়ী হওয়া পাঁচ জনের নাম ঘোষনা করেন। এর মাঝে সুমন ভাই, তার ভ্রমনের বিষয়ে কথা বলেন এবং তার বন্ধুদের নিয়ে সম্মিলিত কণ্ঠে সুন্দর একটি গান গেয়ে শুনান। তারপর আমাদের কবিতা আপু যথারীতি তার মিষ্টি কণ্ঠে কবিতা আবৃত্তি করেন সবাই মুুুুগ্ধ হয়ে তা শুনেন। তারপর কমিউনিটির এ্যাকটিভ সদস্য তানিয়া আক্তার তার অনুভূতির কথা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করার আশ্বাস দেন।

এরপর কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা সকলের উদ্দেশ্যে কিছু বিষয় নিয়ে তার অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনা শেয়ার করেন। প্রথমেই তিনি ডেলিগেশন নিয়ে কথা বলেন, কারন ডেলিগেশনের সার্বিক চিত্র খুবই খাবার। ৯০ ভাগ সদস্যদের কন্ট্রিবিউশন মাত্র ১%, এটা তাঁকে খুবই মর্মাহত করেছে। যদিও তিনি কখনো কাউকে কমিউনিটিতে ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন নাই, তবুও সকলের মনোভাব তাঁকে বেশ হতাশ করেছে। তাই তিনি সবাইকে আগামী মাসের প্রথম সপ্তাহে ডেলিগেশন তুলে নেয়ার আহবান জানান । কমিউনিটির প্রতি সকলের এই রকম ভালোবাসা দেখে দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি স্প্যামিং নিয়ে কথা বলেন, Community of the Month এর সাপোর্ট পাওয়ার জন্য স্টিম বাংলাদেশ প্রতি মাসের শেষ এবং শুরুর দিকে প্রচুর স্প্যামিং করেন, যা খুবই দুঃখজনক একটি বিষয়। কিন্তু অন্য দিকে ডেলিগেশনের দিক হতে তারা সদস্যদের নিকট হতে বেশ ভালো সহযোগিতা পাচ্ছেন, এই ক্ষেত্রে স্টিম শ্রী লংকার নামও উল্লেখ্য করেন।

Untitled 14.png

কিন্তু আমাদের এখানে সকলের ডেলিগেশন কেন কম? এই প্রশ্নটি উত্থাপন করে তার উত্তরও তিনি দিয়ে দেন। কারন আমাদের এখানে কমিউনিটির প্রতি কারো দায়বদ্ধতা নেই, সকলের মনোভাব এই রকম যে পোষ্ট করলেই এখানে সাপোর্ট পাওয়া যায়। তারা অন্য কমিউনিটিতে ডেলিগেশন ঠিকই করেছেন। তাই আমাদের কমিউনিটি হতে ডেলিগেশন সিষ্টেম উঠিয়ে দিয়ে নতুন একটি প্রজেক্ট শুরু করার ঘোষণা দেন। যেখানে মডারেটরদের পাশাপাশি সদস্যদের মনোনীত ব্যক্তিও দায়িত্বে থাকবেন। ডেলিগেশনের হার অনুযায়ী কোয়ালিটি পোষ্টে সাপোর্ট দেয়া হবে এবং একটা নির্দিষ্ট সময়ের পর সকলের মাঝে রিওয়ার্ডস বন্টন করে দেয়া হবে। নতুন আইডিয়াটি সম্পূর্ণ ইউনিক হবে, এটার পরিচালনা আপনারাই করবেন, আপনারাই আপনাদের পোষ্ট কিউরেট করবেন, আপনারাই ভোট দিবেন এবং রিওয়াডর্স নিবেন। এ প্রসঙ্গে তিনি একটি উদাহরণ দিয়ে সবাইকে বুঝানোর চেষ্টা করেন, কারন ডেলিগেশন করা মানে সব কাউকে দিয়ে দেয়া না বরং নিজের ক্ষমতার ব্যবহারের একটি সুযোগ অন্যকে দেয়া কিন্তু প্রয়োজনে আবার সেটা নিজের কাছে ফিরিয়ে আনা যাবে, যে কোন সময়।

তিনি সবাইকে স্টিম ব্লকচেইনে কন্ট্রিবিউশন করার আহবান জানান, যারা স্টিমিটে কন্ট্রিবিউশন করবে আমরা তাদের পাশে থাকবো এবং সাপোর্ট দিবো কিন্তু যারা কোন কন্ট্রিবিউশন করবে না, তাদের কোন সাপোর্ট দেয়া হবে না। তাছাড়া যারা সাপোর্ট পাচ্ছেন, তাদের ব্যাপারেও কিছু কথা বলেন কারন সাপোর্ট এর রিওয়ার্ডস আপনার, এটা দিয়ে আপনি যা খুশি করতে পারেন কিন্তু একটা মিনিয়াম অংশ পাওয়ার এর সাথে যোগ করার অনুরোধ করেন, তবে এটা যার যার ইচ্ছার উপর নির্ভরশীল। কিন্তু কেউ যদি নির্দিষ্ট এবং যথাযথ কারন ব্যতিত পাওয়ার ডাউন দেন, তবে তিনি সেটা মেনে নিবেন না কখনো। তিনি স্পষ্টভাবে উল্লেখ্য করেন যে, তিনি সব সময় পাওয়ার ডাউন এর বিপক্ষে।

এরপর দাদা লাজুক খ্যাঁক নিয়ে কথা বলেন, লাজুক খ্যাঁক ধীরে ধীরে বড় হচ্ছে এবং তার পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে। তিনি সবাইকে অবহিত করেন যে, প্রতি মাসে এক লাখ স্টিম পাওয়ার বৃদ্ধি করবেন লাজুক খ্যাঁক এর জন্য। কিন্তু পুরো বিষয়টি তার নিজস্ব ব্যাপার, এটাও তিনি বলে দেন সবাইকে। এছাড়া যারা এ্যাবিউস করেন তাদেরকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। কারন তিনি কোনভাবেই কোন ধরনের এ্যাবিউস সহ্য করবেন না। প্রয়োজনে তাদের সাপোর্ট দেয়া বন্ধ করা হবে। প্রয়োজনে স্টিম ক্লিনার্স ও চিতার মতো করে কাজ করা হবে। যদি কোনভাবে স্টিমকিউরেটর এর সাপোর্টও থাকে কোন এ্যাবিউস করা পোষ্টে তবে সেখানে ডাউনভোট দিয়ে হলেও তার বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরবেন।

Untitled 15.png

দাদা রিওয়ার্ড পুল নিয়ে কথা বলেন এবং পুরো সিষ্টেম এর পরিবর্তন হওয়া দরকার বলে তার মতামত প্রকাশ করেন। তিনি আরো বলেন আমার বাংলা ব্লগ সবার প্রচেষ্টাকে সম্মান করে। তিনি নিজস্ব তহবিল হতে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে সবাইকে সাপোর্ট দেয়ার চেষ্টা করছেন, তাহলে আপনারা কেন পারবেন না। যতটা সম্ভব নিজের ভালোবাসা প্রকাশ করুন কমিউনিটির প্রতি।

এরপর শুভ ভাই এবং আরিফ ভাই পুনরায় কথা বলেন, বিষয়গুলো নিয়ে সবাইকে আরো বেশী সতর্ক হওয়ার আহবান জানান। ছোট পোষ্ট কিংবা একটি ছবি দিয়ে দায়সারা পোষ্ট না করার অনুরোধ করেন। তারপর উপস্থিত সবাইকে কোন প্রশ্ন থাকলে তা করার সুযোগ দেয়া হয়-

প্রশ্ন করার সুযোগ নিয়ে প্রথমে কথা বলেন, সাইফুল ইসলাম রাজু ভাই তিনি তার ভালোলাগার অনুভূতি শেয়ার করেন এবং হ্যাংআউট সম্পর্কে ভালোলাগার কথা বলেন। এরপর প্রশ্ন করেন ইঞ্জিনিয়ার সাইফুল ভাই, কিউরেশন ট্রায়াল এ যুক্ত হওয়ার সময় পোষ্টিং কি এবং এ্যাকটিভ কি দেয়ার বিষয়ে। দাদা সেই প্রশ্নের উত্তর দেন এবং সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দেন, শুরুতে কোনভাবে এ্যাকটিভ কি শেয়ার করা যাবে কিন্তু পরের ধাপে স্টিম অটোর ক্ষেত্রে সেটা নিরাপদ কারন তা এনক্রিপ্ট অবস্থায় থাকে। এরপর নুর আপু ও আইরিন আপু প্রশ্ন করেন গল্প এবং আর্ট শেয়ারের বিষয় নিয়ে, দাদা গল্পের বিষয়টিকে স্বাগতম জানান এবং এই ব্যাপারে তার আগ্রহের কথা প্রকাশ করেন, এই ক্ষেত্রে নিজে কভার তৈরী করতে পারবেন অথবা কপিরাইট ফটোগ্রাফি শেয়ার করতে পারবেন লেখক, এখানে একাধিক ফটোগ্রাফিযুক্ত করার নিয়মটি প্রযোজ্য হবে না। আর নিজের অরিজিনাল আর্ট কিংবা রান্নার ভিডিও কেউ চাইলে ইউটিউবের লিংক এর মাধ্যমে কমিউনিটিতে শেয়ার করতে পারবেন।

সবশেষে দাদার অনুমতি নিয়ে শুভ ভাই হ্যাংআউটের সমাপ্তি ঘোষণা করেন।

বিশেষ আকর্ষনঃ

হ্যাংআউট সম্পর্কে যারা মানসম্মত কমেন্ট করবেন, তাদের মাঝ হতে পাঁচজনকে তিন স্টিম করে মোট ১৫ স্টিম পুরস্কার দেয়া হবে আমার পক্ষ হতে পরবর্তী হ্যাংআউটের দিন।

বিগত হ্যাংআউটে বিজয়ীদের পুরস্কার বিতরণঃ

99.png


Community TEAM

@rme ADMIN ♚Founder♔
@blacks ADMIN Executive Admin ♛🇮🇳
@rex-sumon ADMIN Admin+Mentor+Quality Controller
@amarbanglablog ADMIN Community Admin+Curator ♛♝
@royalmacro MOD Community Curator ♝
@winkles MOD Community Moderator 🇮🇳 🏁
@endingplagiarism MOD Steem Watcher 🔍
@moh.arif MOD Community Moderator 🇧🇩🏁
@curators MOD Community Curator ♝
@photoman MOD Community Curator ♝
@hafizullah MOD Community Moderator 🇧🇩🏁
@shuvo35 MOD Community Moderator 🇧🇩🏁


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

| Community Page | Discord Group |

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

প্রত্যেক হ্যাংআউটে এডমিন এবং মডারেটর ভাইয়েরা কমিটির সকল সদস্যদের একটি কথা সব সময় বলে। কথাটি হলো ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে। তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা কিছু চায়না শুধু চায় , একটু সময় আর একটু কাজ। আমরা সময় দিয়ে যদি একটু কাজ করতে পারি মন দিয়ে তাহলে আমরা ভালো মানের এবং মানসম্মত পোস্ট তৈরি করতে পারব বলে আমি মনে।

 3 years ago 

যে কো কাজের ক্ষেত্রে আন্তরিকতা আপনাকে আরো বেশী সুন্দর এবং ভালো কাজের দিকে ‍নিয়ে যাবে, এটা আমাদের সব সময় চেষ্টা করা উচিত।

জি ভাই অবশ্যই।

সব ঠিকঠাক দেখতে পাই। সুন্দর করে রিপোর্ট উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

এ কেমন রিপোর্ট! আপনার ব্রেইন তো মেশিনের মত কাজ করে, সবকিছু পাই পাই করে রেকর্ড করে রাখে, কোন কিছুই বাদ পড়েনা। হ্যাঙ্গআউটে যারা উপস্থিত থাকতে পারেন নি তাদের জন্য সত্যিই একটি উপকারী পোস্ট। এমনকি যারা উপস্থিত ছিলেন তাদের জন্য অনেক উপকারী কারণ কোন কোন সময় দু একটি সেন্টেন্স আমাদের ভালোভাবে বুঝতে প্রবলেম হয় আর এই লেখাগুলো পড়লে তা একেবারেই ক্লিয়ার হয়ে যায় যেমনটি আমার হয়েছিল কোন কোন জায়গায়, এখন একেবারেই পরিষ্কার হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনার সুন্দর এই পোষ্টটি আমাদের উপহার দেওয়ার জন্য ।

 3 years ago 

না আপু আমার ব্রেন সুপার কম্পউটার না, তবে পয়েন্টগুলো নোট করে রাখি, তারপর 2-3 ঘন্টা সময় ব্যয় করি রিপোর্টটি তৈরীর জন্য। আসলে সঠিক মনোযোগ এবং সময় দুটো সঠিবভাবে ব্যবহার করতে পারলে সবই সম্ভব হয়।

 3 years ago 

প্রতিটা হ্যাংআউট আমাদের গুরুত্বপূর্ণ কোনো না কোনো তথ্য প্রদান করে।আমরা এই প্রতি সপ্তাহের হ্যাংআউট থেকে অনেক অজানা কিছু জানতে পারি। এর জন্য অবশ্যই আমাদের এডমিন প্যানেল এবং মোডারেটর দের কাছে আমরা কৃতজ্ঞ তাদের এই পথ চলায় আমাদের কে সাথে নিয়েছেন।আসলেই ডেলিগেশন এর ব্যাপারটাই খুবই হতাশার আমরা খুবই কম পরিমান ডেলিগেশন দিয়েছি এটা আসলেই খুব হতাশার। আমাদের সবাকেই একমিনিটির প্রতি ভালোবাসা বাড়াতে হবে।এলাম গেলাম আর বিক্রি করলাম এভাবে করলে আমরা আগাতে পারবো না।হাফিজুল্লা ভাইয়া অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আপনি কষ্ট করে এতো ভালো রিপোর্ট বানাচ্ছেন।

 3 years ago 

জ্বী ভাই, কারন প্রতিটি হ্যাংআউটে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এগুলো সকলের জানা উচিত। ধন্যবাদ

 3 years ago (edited)

দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির দশটি হ‍্যাংআউট সম্পূর্ণ হলো। হ‍্যাংআউট দশেও ছিল আলোচনা বিনোদন এবং পুরষ্কারের ছড়াছড়ি। হ‍্যাংআউট দশে এ যাবৎ কালের আমার বাংলা ব্লগের হ‍্যাংআউটে সবচেয়ে বেশি সদস্য উপস্থিত ছিল প্রায় ৬০ জন। প্রতিদিনের মতো এবারেও ঠিক ৯.৩০ টাই দাদার অনুমতি নিয়ে শুরু করেন আমাদের মডারেটরের শুভ ভাই। এরপর তিনি তার নিজের মতামত ব‍্যক্ত করেন এরপর একে একে হাফিজ ভাই আরিফ ভাই Winkles ভাই মডারেটরের গণ তাদের মতামত বিনিময় করেন এবং আমাদেরকে পূণরায় কিছু বিষয়ে সতর্ক করেন। এরপর শুরু হয়ে স্ট্রিট ফুড রিভিউয়ের বিজয়ীদের নাম ঘোষণা। যথারীতি kingpross farhantanvir oishi001.alsarzilsiam এবং tanuja. এরপর সকল বিজয়ীদের অনূভুতি জানতে চাওয়া হয়। এরপর শুরু হয় সুমন ভাই ও তার গ্রুপের গান। নেটওয়ার্ক সমস‍্যার কারণে আমি গানের ও মুর্সিদ............. বাদে আর কিছুই বুঝি নাই। যাইহোক এরপর আবার শুরু হয় হাফিজ ভাইয়ের হ‍্যাংআউটে পোস্টে কমেন্ট বিজয়ীদের নাম। প্রতিবারের মতো সেলিনা আপু এবং রাসেল ছিল এবং সাইফুল ভাই ও রয় সজিব ভাইও ছিল এবং প্রথমবারের মতো আমি ছিলাম। এরপর যথারীতি সেলিনা আপুর কবিতা। এরপর দাদা আমাদেরকে ডেলিগেশন নিয়ে কিছু কথা বলেন। এবং বলেন ডেলিগেশন বাদ দিয়ে সেটা আপনারা নতুন একটি ডেলিগেশন প্রজেক্ট চালু করুন। এরপর শুরু হয় প্রশ্ন উওর পর্ব। এভাবেই শেষ হয় আমাদের হ‍্যাংআউট দশ।

এবং এখন যথারীতি আমাদের হাফিজ ভাই অতি দক্ষতার সাথে হ‍্যাংআউট দশ এর রিভিউ করেছেন।

 3 years ago 

সত্যি দেখতে দেখতে দশটি হ্যাংআউট হয়ে গেলো, আপনাদের উপস্থিতি এবং ভালোবাসা আামদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণীত করছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই। শেষ পযর্ন্ত আপনাদের সাথে থাকব।

 3 years ago (edited)

আসসালামু আলাইকুম, এই কমিউনিটি সকল মডারেটর এডমিন ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই হ্যাঙ্গআউট দশম তম হাংআউট হলেও আমার জন্য এটি প্রথম হাংআউট। তবে আমি এই হ্যাংআউটে অংশগ্রহণ করে এটা বুঝতে পারলাম, সেটা হলো এই কমিউনিটির প্রত্যেকেই একজন আরেকজনের খুব কাছের লোক মনে হচ্ছিল আমার, যেটা অন্য কোন কমিউনিটিতে আমি পাইনি। আরেকটি বিষয় আমি লক্ষ করলাম এই কমিউনিটির মডারেটররা খুবই অ্যাক্টিভ তাদের সহনশীল আচরণ এবং সহযোগিতার মাধ্যমে এই কমিউনিটির প্রত্যেকেই খুব সহজেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সেই সাথে এই কমিউনিটির প্রত্যেকটি বিষয়ে আমার মনে হচ্ছিল যে স্বচ্ছ এবং খুব স্বচ্ছতার শহিত এই কমিউনিটির কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেজন্য আমি খুবই আনন্দিত কারণ এরকম স্বচ্ছতা আমি অন্য কোন কমিউনিটিতে দেখতে পাইনি। হাংআউট এর মাধ্যমে আমি এই কমিউনিটির অনেক বিষয়বস্তু গুলো খুব সহজেই বুঝতে পেরেছি এবং সেইসাথে এই হ্যাংআউটে যেরকম পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে খুবই একটা আকর্ষনীয় ব্যাপার এজন্য আমি সবাইকে আবারো আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা আসলে সকালের সাথে সুসম্পর্ক তৈরীর মাধ্যমে এগিয়ে যেতে চাই।

 3 years ago 

এবারের হ্যাংআউটটি আমার জন্য বেশ উত্তেজনামূলক ছিলো, কারন এতো রাতে বাড়ীর উঠানে দাড়িয়ে অংশগ্রহন করার চেষ্টা করেছি। খুব ভালো নেটওর্য়াক পাওয়া যায় না আমাদের বাড়ী হতে। ভালো লাগছে আমার কাছে উপস্থিত থাকতে পেরে।

 3 years ago 

ধন্যবাদ কিছু সময়ের জন্য হলেও উপস্থিত থাকার জন্য।

 3 years ago 

এখন বৃহস্পতিবার এলেই আগে থেকে সব কাজ শেষ করে রাখি। কারণ হ্যাং আউট কোন ভাবে মিস করা যাবে না। দেখতে দেখতে হ্যাংআউটের ১০তম পর্ব পার হয়ে গেছে। আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যকে নিজের পরিবার মনে করি। সকালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম স্টিমিটে চলে যাই আপনাদের ভালোবাসার টানে। হ্যাং আউটে দাদার ডেলিগেশন সম্পর্কে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে তার পাশাপাশি আমরা খুবই লজ্জিত!
আশা করছি সামনে উদ্যোগটি সফল হবে। আর গত হ্যাং আউটে মেম্বার মনে হয় সবচেয়ে বেশি ছিল। এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। সবশেষে ধন্যবাদ আপনাকে!

 3 years ago 

হ্যা, এটা সত্য বৃহস্পতিবার আসলে একটা বাড়তি উত্তেজনা কাজ করে হ্যাংআউট নিয়ে।

 3 years ago (edited)

আমি এক সপ্তাহ ধরে অপেক্ষায় থাকি বৃহস্পতিবার রাতে পর্দার এপার থেকে বড়ো পরিবারের সদস্যদের নির্দেশনামূলক,উৎসাহমূলক এবং মজার কথাগুলি শোনার জন্য।প্রতি বৃহস্পতিবারের হ্যাংআউট শব্দটি শুনলে আমার মনে অন্য একটি অনুভূতির প্রশান্তি দোলা দেয় মনে।তাই বারেবারে বৃহস্পতিবার আসলে সকাল থেকেই মন উতলা হয় কখন রাত হবে আর হ্যাংআউটে সবার মিষ্টি গলার আওয়াজ শুনতে পাবো।এইবার ও সেইরকম অনুভূতি হয়েছিল।
আসলে এই হ্যাংআউটটি অন্য 9 টি হ্যাংআউটের মতো ছিল না।এইবারের হ্যাংআউটে অনেক নতুন ইউজারের উপস্থিতি ছিল তাদের সুন্দর প্রশ্নপর্ব ছিল এটি অত্যন্ত আনন্দের বিষয় ছিল।বরাবরের মতো @shuvo ভাইয়ের দারুণ সঞ্চালনা ছিল এবং সকল মডারেটর ভাইয়েরা সুন্দর করে সবকিছু স্বচ্ছভাবে প্রশ্নের উত্তর বলছিলেন।এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।
পূর্বে ডেলিগেশন নিয়ে আমার কোনো ধারণাই ছিল না।কারণ আমি কখনোই ডেলিগেশন করেনি।কিন্তু এই হ্যাংআউটের মাধ্যমে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি।ফলে আমি আমার স্বল্প পাওয়ার পরবর্তীতে ডেলিগেশন করার আগ্রহ প্রকাশ করছি।এছাড়া @লাজুক খ্যাকের আকর্ষণীয় চমক তো আছেই।
সবশেষে বলবো @hafizullah ভাইয়ার অতুলনীয় জ্বলন্ত রিপোর্ট তৈরি ।কারণ তিনি বরাবরের মতোই এইবারও হ্যাংআউট- 10 এ প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন সকলের সামনে।এটি আমাদের জন্য গর্বের বিষয় যে,আমরা এইরকম একজন স্মরণশক্তি সম্পন্ন মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি।এছাড়া আমরা নতুন গুণের সন্ধান পেয়েছিলাম এই হ্যাংআউটে তাদের মধ্যে অন্যতম হচ্ছে @rex-sumon ভাইয়া এবং তাহার বন্ধুদের সম্মিলিতভাবে গাওয়া গান।এছাড়া পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও অন্যান্য বিনোদন তো ছিলোই। অন্যান্য সকল মডারেটর ভাইয়েরা অত্যন্ত হেল্পফুল যেটি বলার অপেক্ষা রাখে না।এজন্য অন্তর থেকে শ্রদ্ধাও ধন্যবাদ জানাই @rme দাদাসহ @hafizullahভাইয়াকে এবং অন্যান্য সকল মডারেটর ভাইয়াদেরকেও ধন্যবাদ, আমাদেরকে সুন্দর দিকনির্দেশনা দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.033
BTC 88099.99
ETH 3066.40
USDT 1.00
SBD 2.73