You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১০ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -10 & Prize)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমি এক সপ্তাহ ধরে অপেক্ষায় থাকি বৃহস্পতিবার রাতে পর্দার এপার থেকে বড়ো পরিবারের সদস্যদের নির্দেশনামূলক,উৎসাহমূলক এবং মজার কথাগুলি শোনার জন্য।প্রতি বৃহস্পতিবারের হ্যাংআউট শব্দটি শুনলে আমার মনে অন্য একটি অনুভূতির প্রশান্তি দোলা দেয় মনে।তাই বারেবারে বৃহস্পতিবার আসলে সকাল থেকেই মন উতলা হয় কখন রাত হবে আর হ্যাংআউটে সবার মিষ্টি গলার আওয়াজ শুনতে পাবো।এইবার ও সেইরকম অনুভূতি হয়েছিল।
আসলে এই হ্যাংআউটটি অন্য 9 টি হ্যাংআউটের মতো ছিল না।এইবারের হ্যাংআউটে অনেক নতুন ইউজারের উপস্থিতি ছিল তাদের সুন্দর প্রশ্নপর্ব ছিল এটি অত্যন্ত আনন্দের বিষয় ছিল।বরাবরের মতো @shuvo ভাইয়ের দারুণ সঞ্চালনা ছিল এবং সকল মডারেটর ভাইয়েরা সুন্দর করে সবকিছু স্বচ্ছভাবে প্রশ্নের উত্তর বলছিলেন।এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।
পূর্বে ডেলিগেশন নিয়ে আমার কোনো ধারণাই ছিল না।কারণ আমি কখনোই ডেলিগেশন করেনি।কিন্তু এই হ্যাংআউটের মাধ্যমে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি।ফলে আমি আমার স্বল্প পাওয়ার পরবর্তীতে ডেলিগেশন করার আগ্রহ প্রকাশ করছি।এছাড়া @লাজুক খ্যাকের আকর্ষণীয় চমক তো আছেই।
সবশেষে বলবো @hafizullah ভাইয়ার অতুলনীয় জ্বলন্ত রিপোর্ট তৈরি ।কারণ তিনি বরাবরের মতোই এইবারও হ্যাংআউট- 10 এ প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন সকলের সামনে।এটি আমাদের জন্য গর্বের বিষয় যে,আমরা এইরকম একজন স্মরণশক্তি সম্পন্ন মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি।এছাড়া আমরা নতুন গুণের সন্ধান পেয়েছিলাম এই হ্যাংআউটে তাদের মধ্যে অন্যতম হচ্ছে @rex-sumon ভাইয়া এবং তাহার বন্ধুদের সম্মিলিতভাবে গাওয়া গান।এছাড়া পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও অন্যান্য বিনোদন তো ছিলোই। অন্যান্য সকল মডারেটর ভাইয়েরা অত্যন্ত হেল্পফুল যেটি বলার অপেক্ষা রাখে না।এজন্য অন্তর থেকে শ্রদ্ধাও ধন্যবাদ জানাই @rme দাদাসহ @hafizullahভাইয়াকে এবং অন্যান্য সকল মডারেটর ভাইয়াদেরকেও ধন্যবাদ, আমাদেরকে সুন্দর দিকনির্দেশনা দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 68237.15
ETH 3499.75
USDT 1.00
SBD 2.72