You are viewing a single comment's thread from:
RE: স্বপ্নভঙ্গ ।।০৪ জানুয়ারি ২০২৪
এটাই হয়তো জীবনের সত্যিকারের প্রকৃতি অথবা জীবনের কঠিন বাস্তবতা, স্বপ্ন ভেগে যাবে কিন্তু হৃদয়ের আকাংখাগুলো মরে যাবে না, বরং বার বার হোচঁট খেয়ে অদম্য একটা নতুনভাবে গতি ফিরিয়ে আনবে। বেশ সুন্দর লিখেছেন দাদা, দারুণ লেগেছে কবিতাটি।
স্বপ্নেরা কখনো মরে না,
তারা বদলে যায় রূপ—
আলো হয়ে, বাতাস হয়ে,
নতুন পথে হাঁটতে শেখায়।