স্বপ্নভঙ্গ ।।০৪ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি হেরে যাওয়া মানুষের কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
হেরে যাওয়া মানুষ যখন পথ হারায়,
তার স্বপ্নগুলো তখনও তাকে ডাকে,
ছিন্নমালার মতো ঝুলে থাকা আশাগুলো
এক একটা তারার মতো ঝিকমিক করে।
ভগ্ন বুকের গভীর থেকে উঠে আসে সুর,
হৃদয় বলে, "এখানেই কি শেষ?
না, এ কেবল নতুন শুরুর আভাস।"
স্বপ্নেরা বলে, "আমাদের ছুঁতে পারোনি,
কিন্তু আমরা তো আছিই—
তোমার হাতের নাগালেই।"
পরাজয় যদি হয় পাহাড়ের ছায়া,
তবে সেই ছায়ার পায়েই থাকে আলো।
স্বপ্নেরা কখনো মরে না,
তারা বদলে যায় রূপ—
আলো হয়ে, বাতাস হয়ে,
নতুন পথে হাঁটতে শেখায়।
হেরে যাওয়া মানুষের চোখে,
স্বপ্নের নতুন রং খেলে যায়।
অতীতের মলিন স্মৃতি ঝরে পড়ে,
আর কাঁধে ভর দেয় অদম্য আশা।
হয়তো আবার পড়ে যাবে,
তবুও সে আবার উঠে দাঁড়াবে,
কারণ হেরে যাওয়া মানুষই তো জানে—
স্বপ্ন ভাঙে, কিন্তু স্বপ্ন শেষ হয় না।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
এটাই হয়তো জীবনের সত্যিকারের প্রকৃতি অথবা জীবনের কঠিন বাস্তবতা, স্বপ্ন ভেগে যাবে কিন্তু হৃদয়ের আকাংখাগুলো মরে যাবে না, বরং বার বার হোচঁট খেয়ে অদম্য একটা নতুনভাবে গতি ফিরিয়ে আনবে। বেশ সুন্দর লিখেছেন দাদা, দারুণ লেগেছে কবিতাটি।
আসলেই দাদা স্বপ্নরা কখনোই মরে না। একবার স্বপ্নভঙ্গ হলে যারা আবারও স্বপ্ন দেখতে জানে এবং নতুন উদ্যমে কাজ করতে পারে, তারাই দিনশেষে সফলতা অর্জন করতে পারে। যাইহোক দারুণ লিখেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
স্বপ্নবাজদের জন্য অনুপ্রেরণা উপরোক্ত লাইনগুলো । দারুণ উপভোগ করলাম কবিতাটি ভাই।
ইদানিং এটাই মনে হয়। মনে হয় হ্যা এটাই মনে হয় শেষ। নতুন কিছুর উপর আর কোন বিশ্বাস কোনভাবেই যেন রাখতে পারি না হা হা
দারুণ লিখেছেন কবিতা টা দাদা। চমৎকার লাগল। ধন্যবাদ আপনাকে।।
স্বপ্নভঙ্গ শিরোনামে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। শব্দের সুন্দর গাঁথুনি দিয়ে একজন পরাজিত ও আশা জাগানিয়া মানুষের কথা তুলে ধরেছেন। কবিরা স্বপ্ন দেখায়-উজ্জ্ববিত করে। আপনার কবিতার প্রতিটি লাইনে তার ছোঁয়া আছে। আপনার আজকের কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাকে votes দেন আমি আপনাকে votesদেবো