You are viewing a single comment's thread from:
RE: সাঁওতাল পল্লীতে একদিন।।বর্তমান সময় :১০ মে ২০২২।।সময় :পহেলা বৈশাখ এর দিন ।।
যদিও সভ্য শিক্ষিত মানুষের লোভ ও স্বার্থ এদের কে ও পরিবর্তিত করে দিচ্ছে।আস্তে আস্তে এদের সারল্য হারিয়ে যাচ্ছে।
এটা নির্মম সত্য দাদা, সভ্য ও শিক্ষিত শ্রেণীর মানুষরগুলোর এহেন কর্মকান্ডে এবং তাদের স্বার্থমন্ডিত আগ্রাসী মনোভাবের কারনে চারপাশের সবকিছুই দারুণভাবে পরিবর্তিত হতে বাধ্য হচ্ছে। সাঁওতাল পল্লীর গ্রামীন পরিবেশের আরো কিছু দৃশ্য দেখতে চাই।