You are viewing a single comment's thread from:
RE: কবিতায় আড্ডা :আজকে নির্মলেন্দু গুণ এর কবিতা -তোমার চোখ এত লাল কেন
আমার কি দাম আছে বলো যে আমি দামি?
তুমি ভালোবেসে অমূল্য করেছো আমায়
শহর জুড়ে তাই আজ আমি ভীষণ দামি।-ব্ল্যাক্সস
শতভাগ সহমত পোষণ করছি আপনার সাথে দাদা। আজকের লেখাটি বেশ ভালো লেগেছে দারুণ একটা কবিতার বিষয়বস্তুকে আপনি খুবই চমৎকার ও বিষদভাবে সকলের মাঝে উপস্থাপন করেছেন। অনেকেই হয়তো কবিতার আসল মর্মার্থ বুঝতে পারেন না, তারা আজ কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন। ধন্যবাদ