You are viewing a single comment's thread from:

RE: আমরা সবাই ক্ষণিকের অতিথি মাত্র।

in আমার বাংলা ব্লগ4 days ago

খুবই বাস্তব একটা বিষয় নিয়ে লিখেছেন ভাই। আমরা আসলেই ক্ষনিকের বাসিন্দা এখানে। কিন্তু এটা আমরা ভুলে যেতেই ভালবাসি।

উনার মতই একদিন আমাদেরও ডাক আসবে। চলে যেতে হবে। অন্য কোন উপায় নাই।

সুন্দর একটা রিমাইন্ডার মুলক পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

দুই ধরণের ব্যায়ামের ( exercise) সাথে আমরা পরিচিতঃ এরোবিক (aerobic exercise) এবং এনএরোবিক (anaerobic exercise)! সহজভাবে বললে, জিমে (Gym) বাইচেপ্স বানাতে (Muscle build-up) বা ৬ প্যাক (6-Pack abdomen) বানাতে যে ব্যায়াম করা হয় তাকে বলে এনএরোবিক এক্সারসাইজ। আর বাইরে মুক্ত পরিবেশে হাটা, দৌড়ানো, জগিং করা, সাইকেল চালানো, সাতার কাটা ইত্যাদি কে বলে এরোবিক এক্সারসাইজ। দুই ধরনের ব্যায়ামেরই উপকারীতা আছে। তবে যদি টার্গেট হয় উচ্চ রক্তচাপ (Hypertension), রক্তের সুগার (DM), রক্তের চর্বি নিয়ন্ত্রণ (blood lipids), তাহলে এরোবিক এক্সারসাইজই বেশী উপকারী এনএরোবিক এক্সারসাইজ এর তুলনায়। দুইটায় পাশাপাশি করলে তো সোনায় সোহাগা!
দুই ধরণের ব্যায়ামের মধ্যে আরো পার্থক্য জানতে এই লেখাটি পড়তে পারেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97371.04
ETH 3473.35
USDT 1.00
SBD 3.20