You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৪
নিদ্রার ঘোর কাটিয়ে জেগে ওঠে এই পৃথিবী,
পাখির কলরবে জীবনে আসে নব প্রশান্তি।
কুয়াসাভেজা কোমল ঘাসে স্পর্শ করে রোদন,
হৃদয়ে আসে গভীর নির্ভরতার সম্ভাবন।
ধোঁয়া ওঠা চা-এর কাপ,
সজীবতাই ভরিয়ে তোলে দিবালোকের আমেজ।
প্রতিটি ভোর যেন,
এক স্নিগ্ধতার স্পর্শে মোড়ানো আহ্বান।।