আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
ঘুম ভাঙার আলোয় জাগে পৃথিবী,
পাখির গান শোনায় জীবনের সুর।
নরম রোদে ভেজা ঘাসের শীতলতা,
মনে আনে নতুন সম্ভাবনার আশা।
চা-এর কাপে বুদবুদ স্বপ্ন,
দিনের শুরুতে খুঁজে নিই প্রেরণা।
প্রতিটি সকাল,
একটি নতুন গল্পের আমন্ত্রণ।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
এই অণু কবিতায় সকাল যেন নতুন করে জীবনের স্পন্দনকে ছুঁয়ে যায়। প্রতিটি পঙ্ক্তিতে অনুভূতি মিশে আছে—সূর্যের আলো, পাখির গান, এবং নরম রোদ যেন জীবনের নতুন অধ্যায়ের দরজা খুলে দেয়।
চা-এর কাপে স্বপ্নের বুদবুদ এবং দিনের শুরুতে প্রেরণার খোঁজ প্রতিটি পাঠকের হৃদয়ে এক ধরণের ইতিবাচক অনুপ্রেরণা এনে দেয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
পৃথিবীর চারদিকে সতেজ থাকে ,
কুয়াশায় ঢাকা চারদিক
শিশির ভেজা ঘাসের ডগায়
প্রকৃতির সতেজতায়,
শিমুল পলাশ শিউলি ফুলের
সৌন্দর্যে মন আজ বেকুল
আজ এই ক্ষণে শান্ত হৃদয়ে,
মনে ইচ্ছা জাগে,
তুমি পাশে থাকলে
সবই ভালো লাগে ।
0.00 SBD,
3.88 STEEM,
3.88 SP
সকাল বেলার চায়ের কাপের ধোঁয়ায়,
তোমায় দেখতে পাই।
রূপকথার রাজ্যে গিয়েও
তোমায় নিয়ে করি বড়াই।
অবুঝ মনটা আমার,
তুমি তুমি করে।
তুমি আছো সব সময়,
আমার হৃদয় জুড়ে।
0.00 SBD,
3.86 STEEM,
3.86 SP
ঘুম ভাঙার আলোয় খোলেন দুচোখ,
পাখির গানে ভরে ওঠে হৃদয়ের কোণ।
রোদে ভেজা ঘাসে মিশে যায় শীতলতা,
আনন্দে মেলে নতুন দিনের আশা।
চায়ের কাপে ভাসে বুদবুদ স্বপ্ন,
মন খুঁজে পায় জীবনের প্রেরণা।
প্রতিটি সকাল, যেন একটি নতুন কাব্য,
প্রত্যাশার পথে এগিয়ে চলে ভালোবাসা।
0.00 SBD,
3.85 STEEM,
3.85 SP
পাখির কলরবে ঘুমের ঘোরে
ভোরের আলো পড়ে চোখের পাতায়।
কুয়াশা ভেজা সকালে ঘাসের উপর
শিশিরের ঝলমলে মন হারায় সৌন্দর্যতায় ।
হৃদয়ের তৃপ্তিতে চায়ের কাপে চুমুকে
প্রিয়জনের ভালোবাসার ধোঁয়া লাগে মনেতে।
নতুন সকালে ভালোবাসার নতুন সম্ভাবনার
মিষ্টি গল্প রাঙিয়ে উঠে হৃদয়ে।
প্রতিটি সকালে অন্তরের মনিকোঠায়
নতুন আশার আলো জাগে ।
প্রিয়জনকে নিয়ে হৃদয়ে নতুন স্বপ্নের
রংবেরঙের অনুভূতির বাসা বুনে।
0.00 SBD,
3.84 STEEM,
3.84 SP
প্রভাতের আলোয় জাগে পুরো বিশ্ব,
পাক পাখালির কলরবে চারিদিক হয় আশ্বস্থ।
শিশির ভেজা সকালের প্রভাত,
হৃদয়ে জাগায় প্রশান্তির স্বাদ।
সকালের চায়ের কাপের চুমুকে
যেনো পাই পুরো দিনের তৃপ্ততা
প্রতিটি প্রভাতের আলো আনে
মনে, নতুন নতুন প্রত্যাশা।
0.00 SBD,
3.82 STEEM,
3.82 SP
নিদ্রার ঘোর কাটিয়ে জেগে ওঠে এই পৃথিবী,
পাখির কলরবে জীবনে আসে নব প্রশান্তি।
কুয়াসাভেজা কোমল ঘাসে স্পর্শ করে রোদন,
হৃদয়ে আসে গভীর নির্ভরতার সম্ভাবন।
ধোঁয়া ওঠা চা-এর কাপ,
সজীবতাই ভরিয়ে তোলে দিবালোকের আমেজ।
প্রতিটি ভোর যেন,
এক স্নিগ্ধতার স্পর্শে মোড়ানো আহ্বান।।
পাখির ডাকে সূর্য ওঠে, নতুন রোদে স্নান
সব দরজায় বাজছে তখন আবার জয়গান
সুরে সুরে জাগছে ঊষা, আসছে নতুন আলো
সেই কিরণে সূর্যমুখীর নতুন ফুল ফোটালো
চায়ের কাপে ঝড় উঠেছে, ধোঁয়ায় তোলা পাল
সব সকালই আনছে বয়ে জীবনের সুর তাল