You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৪

in আমার বাংলা ব্লগyesterday

অনুগল্প:

কে জানে শহরে ছিনতাই হয়!গ্রাম থেকে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে শহরের একটি বাসায় এসে রাতে আশ্রয় নিয়েছি।ভোর থাকতেই গন্তব্যে পৌঁছানোর ট্রেন ধরতে হবে,তাই একটি টোটো ভাড়া করলাম।শীতের ভোর সবকিছু গুছিয়ে নিয়ে টোটোতে চেপে বসলাম।টোটো থেকে ব্যাগ পড়ে যাওয়ার জোগাড়,কখন থেকে টোটো থামাতে বলছি সে তো থামালোই না।তবে একটা ফাঁকা জায়গায় এসে থামালো, যেখানে দূরে আমি লক্ষ্য করলাম দুই তিনটি ছোকরা ছেলে বসে আছে।ব্যাগ ঠিক করে নেওয়ার জন্যই টোটো থামতেই গায়ে কোট মুখে রুমাল বাঁধা দুটি ছোকরা ছেলে ছোরা হাতে হাজির।তারপর ছোরার ভয় দেখিয়ে মা ও আমাকে সবকিছু দিয়ে দিতে বললো।আমরা তো একপ্রকার হতভম্ব তখন মায়ের গলা থেকে একটান মেরে নিলো চেইনগুলি।অন্যদিক থেকে অপর টোটো আসতেই তারা পালিয়ে গেল, হাতে ছুরি থাকাটা পিছন থেকে বাবা ও আমাদের আরেকজন দাদা কিছুই বলতেও পারছে না।কারন ছুরিগুলি চক চক করছিলো, তারপর ট্রেন স্টেশনে পুলিশকে বলতেই তারা কোনো স্টেপ নিলো না।যদিও মায়ের গলায় একটি কেনা চেইন ও একটি রুপার চেইন ছিল বড়।যেটার মধ্যে লুকিয়ে ছিল দুইজনের দেওয়া উপহার, কারন দুটি রুপার চেইন ভেঙে একটি তৈরি করা হয়েছিলো।তাই মায়ের কাছে আবার স্মৃতি চিহ্নও ছিল বটে,কিন্তু শেষমেষ হারাতে হলো।শীতের হাওয়াগুলি তখন শা শা করে কানের মধ্যে থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে।এটাই ছিল শীতকালীন রাতের ভোরের ট্যুর।।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92112.64
ETH 3217.90
USDT 1.00
SBD 7.75