You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৯

in আমার বাংলা ব্লগlast year

অনুগল্প:

বিকাল হলেই হাওয়া বুঝে ছোটবেলায়আমরা অনেকেই লেগে পড়তাম ঘুড়ি তৈরির কাজে।মায়ের রান্নার সময় গরম আলো ভাতের ফ্যান নয়তো ভাত নিয়ে সঙ্গে খবরের কাগজ,সাদা কাগজ ও নারিকেলের শলা দিয়ে তৈরি করে ফেলতাম ঘুড়ি।তারপর তাতে সুতা বেঁধে লাঠিতে এককারি সুতা পেঁচিয়ে মাঠে দৌড়।এইবার শুরু হতো ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা।একবার তো আমার হাত ফসকে সুতার গুঁটি বেরিয়ে গেল।তখন ঘুড়ি উড়তে উড়তে গাছের মগডালে বেঁধে গেল।একেতো চাম্বুল গাছ,খুবই লম্বা ।নিচের দিকে ডালপালাও তেমন নেই তাই চেষ্টা করেও আর ঘুড়ি নামানো গেল না।মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম।কোনো কোনো সময় আবার অন্যের ঘুড়ি সুতা ছিড়ে সোজা আমাদের আম গাছে কিংবা নারিকেল গাছের মাথায় বেঁধে যায়।তখন বাবা নয়তো ডাবওয়ালা ডাব পাড়তে গাছে উঠলে নামিয়ে নিতাম।তারপর ভাবতাম ,এটা বুঝি আমার জন্যই চলে এসেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62579.62
ETH 3455.51
USDT 1.00
SBD 2.53