দাদা,এই ফটোগ্রাফির ভাস্কর্যগুলি বেশি ভালো লেগেছে আমার কাছে।আর এই ভাস্কর্যের সবগুলোই বেশি সুন্দর রয়েছে ও কম ভগ্ন অবস্থায় রয়েছে।বেশিরভাগ নারী ভাস্কর্য রয়েছে নর্তকীর।বুদ্ধদেবের জীবনী ও সুন্দরভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন।পূর্বের শিল্পীদের হাতের কাজের তুলনা হয় না।তাঁদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন খাটবে না।ভাস্কর্যগুলি দেখে ও খুব ভালো লাগে ও মনে আত্মতৃপ্তি পাওয়া যায়।রামটঙ্কা কয়েক এই মুদ্রার নামটি ভীষণ সুন্দর।এইসব মুদ্রার গায়ে কোনো রাজা/রানী কিংবা কোনো তাদের জীবনীর চিত্ৰ অঙ্কন করা থাকতো।যেটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতো।সবই এখন বিলুপ্ত হয়ে গেছে।দাদা আপনার ফটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ।ধন্যবাদ দাদা।