You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ। আমার কর্মক্ষেত্রের কিছু অনুভূতি। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।
আমার চাকরি জীবনের প্রায় ২০ বছর প্লাস হয়ে গেছে। এ ২০ বছর চাকরি জীবনে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
ভাইয়া আপনার লেখার ভিত্তিতে বলেছি।কিন্তু আপনি 6 বছর বয়স থেকে চাকরি করছেন জানা ছিল না।আপনার 26 হলে ও সেটাকে সিনিয়র বলা চলে,আমার তো সবে 18+.সেক্ষেত্রে কখনোই সমবয়সী নই।