জি শুভ ভাই একদম সঠিক বলেছেন উত্তরবঙ্গের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই ৷ বিশেষ করে শীত মৌসুম সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শীতের প্রকোপ যায় এই উত্তরবঙ্গে ৷ আর এটা কোনো গুজব নয় ৷ কারন আমিই সেই মানুষ যে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ পঙ্চগড়ে বাস করি ৷ তাই আমিই জানি বর্তমানে শীত কি পরিমান ৷ বিশেষ করে বর্তমানে প্রচুর শীত ঠান্ডা ৷ যা হোক এদিকের শীতের আবহাওয়া নিয়ে বেশ ভালোই লিখেছেন ৷
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ৷
পঞ্চগড়ের দিকে তো আরো বেশি ঠান্ডা, সাবধানে থাকুন ভাই।