মানুষ এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ ৷ কারন মানুষের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি মেধা সবই আছে ৷ কিন্তু তা সবাই প্রয়োগ করে না ৷ আর যার করনে মানুষ বিভিন্ন জন বিভিন্ন ধরনের ৷
তবে এটা বিশ্বাস করতে হবে যে মানুষ পরিবর্তনশীল মানুষ সবকিছু করতে পারে ৷
তবে ভাইয়া আমাদের সমাজে আজও আমরা দেখতে পাই যার বাবার টাকা ধন সম্পদ বা তার পরিবার রাজনীতি বিষয়ে জড়িত ৷ সেই পরিবারের সন্তান প্রায় ওই পথে থাকে ৷
যা হোক দিনশেষে আবির যে তার ভুল বুঝতে পেরেছে ৷সত্যি তা প্রসংশার দাবিদার ৷