চ্যাপা শুটকির বড়া দেখে তো খুবই ইউনিক লাগছে আপু। এভাবে চ্যাপা শুটকির বড়া কখনো খাইনি। কচু পাতা দিয়ে চাপা শুটকির বড়া তৈরি করেছেন দেখে লোভ লেগে গিয়েছে। আর চ্যাপা শুটকি দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চ্যাপা শুটকির বড়া রেসিপি আপনার রেসিপি পোস্ট দেখে শিখে নিলাম খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে যে কেউ দেখলে।