হাসার কিচ্ছু নেই,আমি নিজেও দেখি।শুধু এটাই না,গোপাল ভার, টম এন্ড জেরি,নাট-বল্টু এগুলোও দেখি।
মাঝে মাঝে এখনো যখন,আমি বাবা মায়ের শত আদরের মেয়ে গানটা বিরবির করি পাশে আম্মু হাসে আর বলে তুই কি মেয়ে নাকি?🤣
নস্টালজিক হয়ে গেলাম😊বাংলাদেশে মিনা রাজুর মতো কার্টুন আরো দরকার।কার্টুনটা সামাজিক সমস্যা গুলো নিয়ে বেশি কাজ করে।যা অত্যন্ত ইতিবাচক দিক।
ভাইয়া আমি তো নতুন করে আবার এসব কার্টুনের ফ্যান হয়ে যাচ্ছি কারণ আমার মেয়ের সাথে আমি সারাক্ষণ এ সকল কার্টুন দেখি, আপনি ঠিকই বলেছেন ভাইয়া মিনা রাজুর মতো আরো কার্টুন দরকার কার্টুন গুলো আমাদের সমস্যাগুলো নিয়ে অনেক কাজ করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।