আমার পছন্দের মিনা কার্টুন🤠।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করছি সৃষ্টিকর্তা অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি নিয়ে এসেছি আমার পছন্দের মিনা কার্টুন।মিনা রাজু আমার খুব পছন্দের কার্টুন। ছোটবেলা থেকেই আমি মিনা কার্টুন দেখে আসছি। বেশ ভালো লাগে আমার কাছে মিনা রাজুর প্রতিটা এপিসোড। এখনো মিনা রাজুর নতুন আপডেট আসে। আমি কিন্তু কোনটাই মিস করি না।

Screenshot_20221210-211304_Collage Maker - GridArt.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

অনেকই হয়তো হাসছেন আর ভাবছেন এই বয়সে এখনো মিনা রাজু দেখি 🤔🤔?? হ্যাঁ আমি দেখি কারণ এখানে শিক্ষণীয় অনেক টপিকস থাকে।যেখানে যেকোনো একটি ভালো দিক এবং খারাপ দিক কে কেন্দ্র করে সম্পুর্ন এপিসোড দেখানো হয়।পড়াশুনা নিয়ে,বাল্যবিবাহ নিয়ে,পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে,ইন্টারনেট নিয়ে, বন্যা কবলিত সমস্যা নিয়ে, প্রতিবন্ধী দের নিয়ে, কুসংস্কার নিয়ে, মানুষকে সাহায্য করা নিয়ে, বিভিন্ন রকম জিনিস নিয়ে শিক্ষনীয় এবং মজার কাহিনী দেখানো হয়।

Screenshot_20221210-210942_VidMate.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

যেমন কিছুদিন আগের কথা, করোনা ভাইরাস যখন বের হয়েছিল তখন নতুন করে সবাইকে শিখানো হয়েছিল , খাবার আগে হাত ধুতে হবে ,বাহির থেকে আসার পর হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে,মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু এটা বহু আগে, আমি ছোট্টবেলায় মিনা রাজু কার্টুন এ এগুলো দেখেছিলাম জীবাণু থেকে রক্ষা।পেতে হলে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ময়লা ধরলে হাত সাবান দিয়ে ধুতে হবে। বাইরে, হাসপাতাল গেলে, যে কোন জায়গা থেকে ঘরে আসলে আগে সাবান দিয়ে হাত ধুয়ে ফ্রেশ হতে হবে।

Screenshot_20221210-210930_VidMate.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

মিনা রাজু অনেক জনপ্রিয় একটি কার্টুন তাই অনেকেই হয়তো এ কার্টুন দেখেন। যারা দেখে তারাই জানে এর শিক্ষনিয়ভিডিও গুলোর কথা। আর আমার কাছে অনেক ভালো লাগে মিনা রাজুর কার্টুনের সেই গান-আমি বাবা মায়ের শত আদরের মেয়ে........।

আমি অন্যান্য ফানি কমেডি ভিডিও, মুভি, নাটক সিরিজ সব কিছু সময় পেলে মাঝেমধ্যে দেখি। আগে অবশ্যই অনেক দেখতাম। কিন্তু এখন সময়ের অভাবে দেখতে পারিনা। আস্তে আস্তে এগুলো থেকে ইন্টারেস্ট ও উঠে যাচ্ছে। সব মিলিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি যে এগুলো দেখার সময় হয়ে ওঠে না।

Screenshot_20221210-211016_VidMate.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

আমার আরো কয়েকটি পছন্দের কার্টুন রয়েছে: গোপাল ভাঁড়, ডোরেমন, যদিও ডোরেমনের এপিসোড গুলো অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল। যাইহোক এগুলো নিয়ে অন্য একদিন বলব। সে অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবার প্রার্থনায় আমাকে রাখবেন, ধন্যবাদ সবাইকে।

আশা করছি আমার আজকের পোস্টটি সকলের ভালো লেগেছে ।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
Sort:  
 2 years ago 

এই কার্টুন দেখে অনেক সময় অতিবাহিত করেছি। আগে যখন বিটিভি দেখতাম তখন খুব জনপ্রিয় অনুষ্ঠান এর মধ্যে মিনা কার্টুন ছিল অন্যতম।এই কার্টুন এর মধ্যে অনেক শিক্ষনীয় দিক ছিল।আর বর্তমান যে কার্টুন গুলো চলে এগুলো ছোট ছেলে মেয়েদের খারাপ এর দিকে ধাবিত করে। এখন এই কার্টুন গুলো চালানো উচিত বলে মনে করি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কার্টুন এবং ছোট বেলা কথা মনে করিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন ছোটবেলায় সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে মিনা কাটুন ছিল অন্যতম যে যেখানে থাকুক না কেন মিনা কাটুন শুরু হলে চলে আসতাম টিভির সামনে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভালো লাগার সেই মিনা কাটুন। সেখানে যেমন আনন্দ রয়েছে তেমনি রয়েছে ছোট বাচ্চাদের জন্য নানান ধরনের শিক্ষণীয় বিষয়। আমি মনে করি বর্তমান সময়েও এই মিনা কাটুন পরিচালিত করা দরকার কারণ ৯০ দশকের ছেলেমেয়েরা এখান থেকেই অনেক ভালো কিছু শিখেছে....

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু আসলেই মিনা রাজুর কার্টুন এখন আবারও পরিচালিত করার দরকার, এখান থেকে সমাজে শিক্ষা নিয়ে অনেক বিষয় আছে যা বাচ্চারা কার্টুন দেখার মাধ্যমে শিখতে পারে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আহারে আপু, আপনি তো দেখি সেই ছেলেবেলার কথা মনে করিয়ে দিলেন। এই মিনা কাটুন দেখার জন্য ছেলেবেলায় টিভির সামনে থেকে উঠতামই না। একটি শিক্ষনীয় সিরিজের কাটুন ছিল। কাটুনের সেই ইন্ট্রো গানটি এখনো মাঝে মাঝে গিয়ে উঠি। ধন্যবাদ আপু ছেলেবেলার কথা মনে করে দেওয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাকে তো শুধু ছেলেবেলার কথা মনে করিয়ে দিলাম আর আমি তো মনে হয় ছেলেবেলায় চলে গিয়েছিলাম যখন পোস্টটা লিখছিলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এ সকল কাটুন এর মধ্যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার মিনা রাজুর কার্টুন দেখে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে হচ্ছে। যখনি টিভিতে এই কার্টুন শুরু হতো তখন আমাদের আর খুঁজে পাওয়া যেত না। আমার কাছেও এই কার্টুন দেখতে অনেক ভালো লাগে। তবে এর গান শুনতে বেশি ভালও লাগে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু শুধু আপনার নয় সকল মানুষেরই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে, আসলে আমরা ছোটবেলা থাকতে শুধু মনে করি কখন বড় হবে আর যখন বড় হয় শুধু মনে করি কখন ছোট হব যদি আবার ছোট হওয়া যেত, ছোটবেলার আনন্দের কথা বলার নয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি আপু আমাদের বাড়িতে আগে টিভি দেখা নিয়ে ঝামেলা লাগত।বাচ্চারা মিনা কার্টুন দেখবে অন্যরা অন্য কিছু দেখবে।আসলে আপু আমি এখনো সময় পেলে বাচ্চাদের খাওয়ায় আর ওদের সাথে মিনা কাটুন দেখি।আপনি ঠিক বলেছেন মিনা কাটুন এ অনেক শিক্ষানীয় জিনিস রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আমি তো আমার মেয়ের সাথে সারাক্ষণই দেখি দেখতে আমি আবারও এসব কার্টুনের ফ্যান হয়ে যাচ্ছি, তবে এখনকার বাচ্চার আগের মত মিনা কাটুন দেখেনা বিভিন্ন ধরনের কার্টুন বের হয়েছে, তবে মিনা রাজুর কাটুন গুলো অনেক শিক্ষা নিয়েছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
আপনি এখনো মিনা কার্টুন দেখেন শুনে হাসার কিছু নেই। আপনার মত আমিও অনেক ধরনের কার্টুন দেখি। আমি যদিও বড় হয়ে কার্টুন দেখতাম না। আমার মেয়ে দেখে তার সাথে আমিও অনেক কার্টুন দেখি। খুব ভাল লাগে দেখতে। এই কার্টুনগুলো তে শিক্ষণীয় অনেক কিছু থাকে। মিনা কার্টুন ছোট বেলা থেকে দেখে আসছি। এদের প্রতিটি এপিসোড শিক্ষণীয়। ধন্যবাদ আপু ।
 2 years ago 

আসলে আমরা বাচ্চাদের সাথে মিশতে মিশতে বাচ্চাদের কার্টুন দেখা শুরু করি আর আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন কাটুন গুলো দেখি তখন মনে হয় যে আমি ছোটবেলায় ফিরে গিয়েছি খুবই ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

হাসার কিচ্ছু নেই,আমি নিজেও দেখি।শুধু এটাই না,গোপাল ভার, টম এন্ড জেরি,নাট-বল্টু এগুলোও দেখি।
মাঝে মাঝে এখনো যখন,আমি বাবা মায়ের শত আদরের মেয়ে গানটা বিরবির করি পাশে আম্মু হাসে আর বলে তুই কি মেয়ে নাকি?🤣
নস্টালজিক হয়ে গেলাম😊বাংলাদেশে মিনা রাজুর মতো কার্টুন আরো দরকার।কার্টুনটা সামাজিক সমস্যা গুলো নিয়ে বেশি কাজ করে।যা অত্যন্ত ইতিবাচক দিক।

 2 years ago 

ভাইয়া আমি তো নতুন করে আবার এসব কার্টুনের ফ্যান হয়ে যাচ্ছি কারণ আমার মেয়ের সাথে আমি সারাক্ষণ এ সকল কার্টুন দেখি, আপনি ঠিকই বলেছেন ভাইয়া মিনা রাজুর মতো আরো কার্টুন দরকার কার্টুন গুলো আমাদের সমস্যাগুলো নিয়ে অনেক কাজ করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

হাসার কিছু নেই আপু। আমি নিজেও এখনো টম এন্ড জেরী, গোপাল ভাঁড়, কার্টুন দেখি। মীনা কার্টুনে সবকিছুই শিক্ষনীয়। আমাদের গ্রামের দিকে অনেক কুসংস্কার প্রচলিত আছে মেয়েদের নিয়ে সেগুলো দূর করে সঠিক ধারা নিয়ে আসতে মীনা কার্টুনের গুরুত্ব অনেক।।

 2 years ago 

জি ভাই আপনি ঠিকই বলেছেন মিনা রাজুর কার্টুনগুলো আসলে অনেক শিক্ষনীয় গ্রামের অনেক কুসংস্কার আছে মেয়েদেরকে নিয়ে সেগুলো থেকে বেরিয়ে আসা যায় তবে এখন তো এসব কার্টুন একেবারে বন্ধ হয়ে গিয়েছে তাই আবারও গ্রামের ছড়িয়ে পড়ছে আগের মত কুসংস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

আসলে কি বলবো আপু কার্টুন আমিও দেখি। মিনা কার্টুন আমি অনেক দেখছি। এই কার্টুনের ভিতরে অনেক শিক্ষনীয় বিষয় দেয়া থাকে। কার্টুনটা দেখতে বেশ ভালোই লাগে। আমিও আপনার মত কিছুদিন আগেই কমেডি ভিডিও,মুভি দেখতাম। আপনার মত আমারও এখন আর তেমন একটা সময় হয়ে ওঠে না। ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি আমার মত কার্টুন দেখেন শুনে খুবই ভালো লাগলো, এই সকল কারণে অনেক শিক্ষনীয় বিষয় থাকে তবে বর্তমানে বাচ্চারা এ সকল কাটুন একেবারে দেখতে চায় না, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95840.97
ETH 2689.81
SBD 0.68