You are viewing a single comment's thread from:
RE: রহস্যগল্প 'মাশরুম" - পর্ব ০৩ [শেষ পর্ব]
আর সব ছোট গল্পের মতোই যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম আরো অনেক কিছু হতে চলেছে বিশেষ করে গত পর্বের লেখাটি পড়ার পরেও। বর্তমান সময়ে অনেক জেনেটিক্যালি মডিফাইড খাবার এবং গবেষণা হচ্ছে। অনেক সময় উপযোগী লেখা ছিল। দাদা আপনার লেখার হাত অনেক ভালো এবং পাঠক কে ধরে রাখতে পারবেন।
গেট খোলা রেখেই বাইরে পা রাখলেন মি: বালাপোরিয়া । আকাশে আজ পূর্ণিমার চাঁদ । জোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর । ধূসর পর্দা টানা চারিদিক । যদিও ফাগুন মাস তবুও শেষ রাতের দিকে হিম পড়ে এখনো । পাতলা টি শার্ট পরা, একটু শীত শীত করছে বালাপোরিয়াজীর । ধীরে ধীরে এগিয়ে চললেন তিনি "মাশরুম ঘরের" দিকে ।
এই অংশটি পড়ে মনে হচ্ছিল যেন সমরেশ, শীর্ষেন্দুর কোন উপন্যাস পড়ছি। অনেক সাহিত্যিক ভাবগম্ভীরতা নিয়ে লিখেছেন এবং চমৎকার হয়েছে আসলে।