You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৮
পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।
আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।
হৃদয়ের যত ভালোবাসা,
ঢেলে দেবো তোমায়।
হারিয়ে যাবো আকাশের নীলিমায়,
পাখি হয়ে উড়বো রঙিন ডানায়।
আমাদের ছাদ হবে নীলাকাশ,
আমাদের বিছানা সবুজ গালিচা।
তোমার আমার মধুর প্রেম,
যেনো জন্ম জন্মান্তরের অপার মায়া।
বাহ! বাহ! মুগ্ধ হলাম। আপনারে ভাবি পেয়ে ধন্য ধন্য। আপনি এক অনন্য।😍😍😍🥲🥲🥲
হা হা 😄
ভাবীরা কখনো স্বামীদের নিয়ে সুখি না 🤪
দেবর থাকলে ভাবীরা স্বামীদের নিয়ে কিসের সুখি!🤣🤣🤣।