আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৮

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।

আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

দুজন ভালোবাসার মানুষের একসাথে ঘর বাঁধার কল্পনাগুলোকে ছন্দে রূপান্তর এর চেষ্টা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

সব সুখকে বাক্সবন্দী করে,
উপহার দেবো তোমায়।
বাঁধবো এক সুখের স্বর্গ,
ভালোবাসার ফুলঝুড়িতে সাজানো রক্তিমায়।

খোলা আকাশের নিচে আমাদের ছোট্ট নীড়,
চাঁদনী রাতে আকাশের জ্বলন্ত তারার ভিড়।
দুজনার গভীর প্রেমভরা মন,
ফাগুনে পথ চলার অঙ্গীকার রাখবো করে যতন।।

 last year 

পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।

আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।

হৃদয়ের যত ভালোবাসা,
ঢেলে দেবো তোমায়।
হারিয়ে যাবো আকাশের নীলিমায়,
পাখি হয়ে উড়বো রঙিন ডানায়।

আমাদের ছাদ হবে নীলাকাশ,
আমাদের বিছানা সবুজ গালিচা।
তোমার আমার মধুর প্রেম,
যেনো জন্ম জন্মান্তরের অপার মায়া।

 last year 

বাহ! বাহ! মুগ্ধ হলাম। আপনারে ভাবি পেয়ে ধন্য ধন্য। আপনি এক অনন্য।😍😍😍🥲🥲🥲

 last year 

হা হা 😄
ভাবীরা কখনো স্বামীদের নিয়ে সুখি না 🤪

 last year 

দেবর থাকলে ভাবীরা স্বামীদের নিয়ে কিসের সুখি!🤣🤣🤣।

 last year 

শীতের কুয়াশাচ্ছন্ন সকাল,
এনে দেবো তোমায়,
ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে,
প্রেম হবে বিনিময়।

পৃথিবীর সমস্ত আলো,
এনে দেবো তোমায়।
পৃথিবীর সমস্ত ভালো,
তোমার ভালবাসায়।

হৃদয়ের কল্পনায় আঁকা
তোমার রঙিন ছবি,
ভালোবাসার আলোতে,
আলোকিত তুমি।

এই হৃদয়ের সীমানায়,
বাঁধবো সুখের ঘর,
থাকবো মোরা একসাথে,
দুঃখ হবে পর।

❤️❤️❤️

 last year 

আমার আঁধার ঘরে
ছোট্ট প্রদীপের আলো,
তুমি ছাড়া আমাকে
বল কে বাসবে ভালো।
পৃথিবীর যত সুখ
ওই নীল আকাশের যত তারা,
ভালোবাসা ছাড়া হয় না
আবেগ অনুভূতি ছাড়া,
চাঁদের পানে যখনি চাই
তোমার মুখটি আমি দেখতে পাই,
তুমি আমার ভালোবাসা
আমার সুখের আশা,
তোমায় নিয়ে যত স্বপ্ন
আমার চোখের ভাষা ।

 last year 

অকল্পনীয় যত সুখ আছে ,
এই ভালোবাসার জগৎ মাঝে।
তার সব টুকু জুড়েই থাকবে ,
শুধু মাত্র মোদের অন্তরকোণে।

ভালোবাসার চাঁদটা থাকবে মোদের ঘরে
যার উজ্জ্বলতা ছড়িয়ে পড়বে চতুষ্কোণে।
প্রেমের চাওয়াটা থাকবে মোদের মাঝে সীমাবদ্ধ
জীবনের শেষ অব্দি মোরা থাকবো আবদ্ধ।

 last year 

হাজারো কষ্টের মাঝে
শান্তি এনে দেবো তোমায়
থাকবো মোরা সুখের নীড়ে
বাঁচবো দুজনা

চাঁদের চেয়েও সুন্দর তুমি
পূর্ণতা পাবে ঘরটি তোমাকে পেয়ে
তোমার আমার ভালোবাসা থাকবে আজীবন
বেঁচে থাকব সারা জীবন

 last year 

পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।

আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।

আমার বেঁচে থাকার সকল ইচ্ছা,
শুধু তোমায় ঘিরে।
তুমি যদি থাকো পাশে,
সবকিছু করব আমি নিজের হাতে।

সুন্দর এই ভুবন মাঝে,
সাজাবো আমরা নিজ হাতে।
ভালোবাসার ফুল ফোটাবো,
দুজন দুজনাকে ভালোবেসে।

 last year 

পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।
আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।

ইচ্ছা হয় সারাজীবন তোমায়
এভাবেই ভালবেসে যাই,
শুধু তোমার ঐ হৃদয় পদ্মে
মোরে এতটুকু দিও ঠাই।

পৃথিবীর সব সুখ পাবে তুমি,
হবে আমার রাজ্যের রাণী,
আমার মনের আঙিনায়
হবে তোমার বিচরণ
জনম জনম আমাদের
প্রেম গাথা লোক করবে স্মরণ।

 last year 

ভালোবাসি তোমায়
ভালোবেসে যাবো
যতো বাঁধা আসুক না কেন
শুধু তোমাকেই চাইবো।

ঝিরিঝিরি বৃষ্টির মাঝে
আমি তোমার ছাতা হবো
হাজারো কষ্টের মাঝে
তোমার সুখের কারন হবো।

তুমি ফাঁসি নিতে চাইলে
আমি তোমার রশি হবো 🙂
যদি চলে যাই আমি জেলে
তাহলে চলে যেওনা আমায় ফেলে।😔

বিদায় বেলায় মনে রেখো আমায়
কেউ একজন অনেক ভালোবেসেছিলো তোমায়।

 last year 

ওয়াও বন্ধু তোমার অনু কবিতাটি অসাধারণ হয়েছে। ভালোবাসার মানুষকে সবসময় ভালোবেসে যএথ
তবে হবে।

 last year 

দুইজনে থাকবো মোরা এক হয়ে
বাঁধবো ঘর ভালবাসার এক সুরে,
তোমায় ছাড়া সবকিছু দেখি ধোঁয়াশা
তুমিই আমার একমাত্র ভালোবাসা।
সুখে দুঃখে থাকবো মোরা ,
একে অন্যের পাশে।
আমাদের ভালোবাসা অক্ষয় হয়ে,
থাকবে সবার মাঝে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96656.73
ETH 3341.70
USDT 1.00
SBD 3.20