কর্তামা বেঁচে থাকতে যখন আমরা সবাই এক বাড়িতে বসবাস করতাম তখন প্রায় দিনই নারিকেলের বড়া করা হতো আমাদের বাড়িতে।তখন অবশ্য খেতে খুব একটা ভালো লাগতো না তার কার হলো ক'দিন পর পরই নারিকেল বড় কর্তামার জন্য হতো ঘন ঘন দেখে কেমন একটা বিরক্ত লাগতো!কিন্তু ইদানীং খুব মিস করি সেই দিনগুলোত।অনেক দিন পর তোমার রেসিপি দেখে পুরোনো দিনের স্মৃতি গুলো মনে পড়ে গেলো।সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য ধন্যবাদ।