গত পর্বে সুইসাইড পয়েন্টের নামটা শুনেই তো বেশ মজা পেয়েছিলাম। যাইহোক তারপর আপনারা ঝুপড়িতে গিয়েছেন চা খাওয়ার জন্য। আর সেখানে তাত বোনা দেখেছেন। এটা অনেক সৌভাগ্যের বিষয়। আসলে এরকম কাজগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না স্থানীয় এলাকা ছাড়া। জায়গাগুলো দেখেই ইচ্ছে করছে এখনই সেখানে চলে যাই। এত সুন্দর মনোরম পরিবেশ যেটা ছবিতে এত সুন্দর সেটা বাস্তবে কতই না সুন্দর হতে পারে।