আকাশটা যে খুব মেঘাচ্ছন্ন তা ছবি দেখেই বোঝা যাচ্ছে।তাছাড়া এই সময় ঢাকায় বা শহরাঞ্চল গুলোতে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়াটাও উচিত নয়।আবার সত্যি বলতে ঘরে থেকেও এখন যে কতটা নিরাপদ।কতগুলো মানুষ বাসায় থেকেও মারা গেল। যাইহোক আপু,অবশেষে ভালোয় ভালোয় কাজ সেরব বাসায় এসেছেন তাতেই শুকরিয়া।
হ্যাঁ আপু শুকরিয়া তারাতারি কাজ শেষে বাড়ি ফিরতে পেরেছিলাম। আশা করি সবমসয় এভারে আপনার সহযোগীতা পাবো।