সব সময় এক রকম রান্না খেতে সত্যিই ভালো লাগে না। কিছুটা ভিন্ন ভাবে রান্না করলে কিন্তু খাবারে যেমন টেস্ট আসে তেমনি খেতেও ভালো লাগে। যাই হোক, তবে আমি ভাবছি আপনার বাসায় কয়জন মানুষ 🤔মাত্র দুইটা কই মাছ রান্না করেছেন।তবে অল্প কিছু রান্না করলে এমনিতেই কিন্তু টেস্ট বেশি লাগে দেখতেও খুব লোভনীয় লাগছে।
আমরা দু'জন বাসায় । আর যখন নতুন কোন রেসিপি করি,তখন কম করে করি,যদি মজা না হয়।তখন তা ফেলে দিতে হবে। প্রথম করলাম সরিষা কই। তাই দু'টো রান্না করেছি। খেতে বেশ মজা হয়েছিল। পরে মনে হয়েছে আরও বেশি করলে ভালই হতো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
ও আচ্ছা,তাই তো আমি ভাবি এত অল্প রান্না কেন।যাইহোক এবার ইচ্ছে হলে বেশি করে রান্না করে খেতে পারবেন।