দাদা আপনি যাই বলেন আজকের মুভিটা কিন্তু অসম্ভব সুন্দর। রিভিউটা পড়ে খুবই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে জনসনের মুভি এমনিতে অনেক বেশি সুন্দর হয় । ওর প্রতিটা ছবির মধ্যে অনেক একশন হয়। দেখতে খুবই ভালো লাগে। আমি এই পর্যন্ত জনসনের যতগুলো মুভি দেখেছি সবগুলোই ভাল লাগছে। অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি মুভি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যা জনসনের মুভিগুলো সব হিট মুভি। ওর মুভি আমি প্রায় দেখি। জনসন অ্যাকশন ছাড়া মুভি করে না, আর ওর অ্যাকশন মুভিতে মানায় বেশি।