You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪০

in আমার বাংলা ব্লগ11 months ago

বল্টু আইন নিয়ে পড়ছিল। কিন্তু ফাইনাল পরীক্ষায় ফেল করলো। কিন্তু ফেল করলে তো চলবে না, পাশ তো করতেই হবে। কি করা যায়! ঠিক করলো, যে খাতা দেখে সেই স‍‍্যারের সাথে একটা ডিল করবে। বল্টু স‍‍্যারের বাড়ি গেল।

বল্টু : স্যার, একটা প্রশ্ন করবো?

স‍‍্যার: কর।

বল্টু : যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, আমি আমার খারাপ রেজাল্ট মেনে নেবো। আর যদি উত্তর দিতে না পারেন তো আমাকে পাশ করিয়ে দিতে হবে। স্যার রাজি হলেন।

বল্টু : বলুন তো কোনটা লিগ্যাল কিন্তু লজিক্যাল না, আর কোনটা লজিক্যাল কিন্তু লিগাল না, আর কোনটা লজিক্যাল বা লিগ্যাল কোনোটাই না?

স‍‍্যার তো বেকায়দায়। চিন্তা করে চুল ছিঁড়ে ফেলার অবস্থা। কিন্তু সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না। শেষে বল্টুর শর্তই মেনে নিলেন, আর ওকে পাশ করিয়ে দিলেন।

পরের দিন স্যার ক্লাস নিতে গেলেন। ভাবলেন এই প্রশ্নই করবেন ছাত্রদের। প্রশ্ন করতেই অবাক হলেন। প্রায় সবাই হাত তুলেছে।

তা, একজন ছাত্র কে বললেন 'বল দেখি'!

সে বললো "স‍‍্যার, আপনার বয়স ৬৫, আর আপনার পত্নীর বয়স ২৮, এটা লিগ্যাল, কিন্তু লজিক্যাল নয়”।

'আরে বস বস হারামজাদা, তোকে আর বলতে হবেনা'।

আর একজন ছাত্র পেছন থেকে বলে "স‍‍্যার, আপনার পত্নীর এক ২৩ বছরের যুবকের সাথে অ্যাফেয়ার চলছে। এটা লজিক্যাল, কিন্তু লিগ্যাল না”।

স‍‍্যারের তো বিষম খাওয়ার অবস্থা! গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। জলের বোতল বার করলেন। তখনও অবাক হওয়ার আরো বাকি ছিল!

এবার লাস্ট বেঞ্চের একজন বলে উঠলো "স‍‍্যার, আপনার পত্নীর বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্বেও আপনি পাশ করিয়ে দিলেন। এটা না লজিক্যাল, না লিগাল”।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62579.62
ETH 3455.51
USDT 1.00
SBD 2.53