আসলে শহরের কোলাহল পূর্ণ জীবন থেকে গ্রামের কোলাহল মুক্ত জীবন বরবরই খুব আনন্দদায়ক এবং রোমাঞ্চকর হয়।যার একটাই কারন প্রাকৃতিক সৌন্দর্য।গ্রামের নদীর অপরুপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।শান্ত নদী এবং চরাটে বসে চা খেয়ে নিশ্চয়ই খুব আনন্দ উপভোগ করেছেন। এটা ঠিক কোথায় গেলে বাসায় আসার সময় কিছু একটা নিয়ে আসলে বাসার সকলেই খুব খুশি হয়ে থাকে। যেমন আপনার দেড় পাউন্ডের কেক দেখে সকলেই খুশি হয়েছিল।সর্বোপরি,প্রশান্তির ছোঁয়া পুরো লেখাটি পড়ে আমার মনেও প্রশান্তি পেলাম ভাইয়া।